menu-iconlogo
huatong
huatong
avatar

Ja khushi ora bole boluk

RhythmicRajahuatong
💦🍃🪔Ridmik🆁🅰🅹🅰💖EDM🪔🍃💦huatong
Şarkı Sözleri
Kayıtlar
যা খুশী ওরা বলে বলুক

ওদের কথায় কি আসে যায়

যা খুশী ওরা বলে বলুক

ওদের কথায় কি আসে যায়

ওরাই রাতের ভ্রমর হয়ে

নিশিপদ্মের মধু যে খায়

যা খুশী ওরা বলে বলুক

=====Music=====

ওরা দিনের বেলায় যাদের দেখে

শুধু ঘৃণা ছেটায়

আবার রাতে তাদের বধূ করে,

পশুর ক্ষিদে মেটায়,

ওদের এমন যাদু দিনে সাধু,

নামাবলী ওরা পরে যে গায়

ওরাই রাতের ভ্রমর হয়ে

নিশিপদ্মের মধু যে খায়

যা খুশী ওরা বলে বলুক

=====Music=====

তোমরা পান্থশালার সাকি সেজে

যাদের পান পেয়ালা ভরো.

তাদের কাছে কি পেলে তার

হিসাব কেন করো,

ওরা যে গণ্যমান্য দেশবরেণ্য,

দশের প্রণাম ওদেরই পায়

ওরা যে গণ্যমান্য দেশবরেণ্য,

দশের প্রণাম ওদেরই পায়

ওরাই রাতের ভ্রমর হয়ে

নিশিপদ্মের মধু যে খায়

যা খুশী ওরা বলে বলুক

===Thank you===

RhythmicRaja'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin