menu-iconlogo
huatong
huatong
avatar

আমার পরান পাখি দিয়া ফাঁকি Amar Poran Pakhi

Rinkuhuatong
skinnypimp500huatong
Şarkı Sözleri
Kayıtlar
আমার পরান পাখি

দিয়া ফাঁকি

কই গেলি কই

আমার পরান পাখি

দিয়া ফাঁকি

কই গেলি কই

আমি সইতে না'রি কইতে না'রি

মনের বেদন কারে কই

কই গেলি কই..

আমার পরান পাখি

দিয়া ফাঁকি..

কই গেলি কই..

জল দিলে না, নিভে এ জ্বালা...

কে পরালো.. এ দুঃখের মালা..

জল দিলে না, নিভে এ জ্বালা...

কে পরালো..এ দুঃখের মালা..

আমার মায়ার এ ঘর ছাড়তে হবে

মায়ার এ ঘর ছাড়তে হবে

এমন দুঃখ কেমনে সই

কই গেলি কই..

আমার পরান পাখি

দিয়া ফাঁকি

কই গেলি কই..

দরদী মোর, কে আছে সে জন...

নিদান কালে.. দেখা দাও এখন..

দরদী মোর, কে আছে সে জন...

নিদান কালে.. দেখা দাও এখন..

বিনয় করে বলি ওরে

বিনয় করে বলি ওরে

বন্ধু বিনে কেমনে রই

কই গেলি কই

আমার পরান পাখি

দিয়া ফাঁকি

কই গেলি কই

আমার পরান পাখি

দিয়া ফাঁকি

কই গেলি কই

আমি সইতে না'রি কইতে না'রি

মনের বেদন কারে কই

কই গেলি কই

আমার পরান পাখি

দিয়া ফাঁকি

কই গেলি কই

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

Rinku'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin