menu-iconlogo
logo

Bulbuli Tui

logo
Şarkı Sözleri
বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে

দিসনে আজই দোল,

আজও তার

ফুল কলিদের ঘুম টুটেনি

তন্দ্রাতে বিলোল।

আজও হায়,

রিক্ত শাখায় উওরী বায়,

ঝুরছে নিশিদিন ..

আজও হায়,

রিক্ত শাখায় উওরী বায়,

ঝুরছে নিশিদিন ..

আসেনি, দখিনে হাওয়া, গজল গাওয়া

মৌমাছি বিভোল,

আসেনি, দখিনে হাওয়া, গজল গাওয়া

মৌমাছি বিভোল,

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে

দিসনে আজই দোল।

কবে সে ফুল কুমারী

ঘোমটা চিরি আসবে বাহিরে ..

কবে সে ফুল কুমারী

ঘোমটা চিরি আসবে বাহিরে ...

শিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে রে ঘুম

রাঙবে রে কপোল,

শিশিরের স্পর্শসুখে ভাঙ্গবে রে ঘুম

রাঙবে রে কপোল,

বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে

দিসনে আজই দোল।

দোল দোল দোল দিয়েছি

ঘুম ভেঙেছে কই?

ফাগুন এসে ডাক দিয়ে যায়

উঠলো এবার সই।

ভাঙাবো কি ঘুম তোর

আশাতে নেশাতে না জেগে জেগে রই,

দখিনা.. এলো ওই,

ওলিরা, পাখিরা তোমারই প্রেমেতে রই।

ওঠ ওঠ ওঠ লো রে সই

ফাগুন এলো ওই,

দখিন হাওয়া ডাক দিয়ে যায়

মনের মানুষ কই?

ওঠ ওঠ ওঠ লো রে সই

ফাগুন এলো ওই,

দখিন হাওয়া ডাক দিয়ে যায়

মনের মানুষ কই?

Ritu Raj/Nandita, Bulbuli Tui - Sözleri ve Coverları