ও...আসমানে পা দিয়ে,চলছো কেন
চলতে গিয়ে এতো,টলছো কেন
আবোল তাবোল,কথা বলছো কেন
তুমি লাল পানি খেয়ে,আজ হয়েছো মাতাল
আমি বেতাল মেয়েকে,দেবো কি দিয়ে সামাল
আসমানে পা দিয়ে চলছো কেন
চলতে গিয়ে এতো টলছো কেন
আবোল তাবোল কথা বলছো কেন
তুমি লাল পানি খেয়ে আজ হয়েছো মাতাল
আমি বেতাল মেয়েকে দেবো কি দিয়ে সামাল
আরো সুন্দর গান পেতে
আমার সাথেই থাকুন
কি যেনো কি হচ্ছে অঙ্গে আমার
থাকোনা আজ রাতে সংগে আমার
হুম...কি যেনো কি হচ্ছে অঙ্গে আমার
থাকোনা আজ রাতে সংগে আমার
বাতাসও মাতাল দেখো রঙ্গে আমার
আমি মাতালের সাথে থেকে হবোনা বেতাল
টাটা গুড বাই চলে যাই দেখা হবে কাল
ও...আসমানে পা দিয়ে চলছো কেন
চলতে গিয়ে এতো টলছো কেন
আরো সুন্দর গান পেতে
আমার সাথেই থাকুন
দেখো না কি তৃষ্ণায় জ্বলছি আমি.
হা হা,বোঝ না কি ইশারায় বলছি আমি
হো...দেখো না কি তৃষ্ণায় জ্বলছি আমি
বোঝ না কি ইশারায় বলছি আমি
আগুনের তাপে যেনো গলছি আমি
আমি এ আগুনে পোড়াবো না আমার কপাল
টাটা গুড বাই চলে যাই দেখা হবে কাল
আ.আসমানে পা দিয়ে চলছো কেন
চলতে গিয়ে এতো টলছো কেন
আবোল তাবোল কথা বলছো কেন
তুমি লাল পানি খেয়ে আজ হয়েছো মাতাল
আমি বেতাল মেয়েকে দেবো কি দিয়ে সামাল
আসমানে পা দিয়ে চলছো কেন
চলতে গিয়ে এতো টলছো কেন
আবোল তাবোল কথা বলছো কেন
তুমি লাল পানি খেয়ে আজ হয়েছো মাতাল
আমি বেতাল মেয়েকে দেবো কি দিয়ে সামাল
ও... আসমানে~~~~~~হুম~~~কেন
চলতে গিয়ে~~~হেহে~~~~কেন~~~~
হেহে~~~~কমন~~~~~~~হাহা~~~~