menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Jodi More Jai আমি যদি মরে যাই

S D Rubelhuatong
moegabayhuatong
Şarkı Sözleri
Kayıtlar
আমি যদি মরে যাই

তবুও তোমাকে চাইবো

আমি যদি মরে যাই

তবুও তোমাকে চাইবো

রাতের আঁকাশে

এক ধ্রুব তারা হয়ে জ্বলবো

আমি দুর থেকে তোমাকে দেখবো

আর ভালবাসবো

আমি যদি মরে যাই

তবুও তোমাকে চাইবো

রাতের আঁকাশে

এক ধ্রুব তারা হয়ে জ্বলবো

আমি দুর থেকে তোমাকে দেখবো

আর ভালবাসবো

হিসেব করিনা

কি যে পেলাম না

এতটুকু বুঝেছি সব ছলনা

হিসেব করিনা

কি যে পেলাম না

এতটুকু বুঝেছি সব ছলনা

ব্যর্থতা মেনেছি

সব ব্যথা ভুলেছি

তবুও তোমার স্মৃথি মনে রাখবো

আমি যদি মরে যাই

তবুও তোমাকে চাইবো

রাতের আঁকাশে

এক ধ্রুব তারা হয়ে জ্বলবো

আমি দুর থেকে তোমাকে দেখবো

আর ভালবাসবো

ভাবলেনা তুমি ছোট্ট এ জীবনে

নি:শ্বেষ হলাম তোমারই কারনে

ভাবলেনা তুমি ছোট্ট এ জীবনে

নি:শ্বেষ হলাম তোমারই কারনে

তবু যদি সুখি হও পৃথিবীতে

সব চেয়ে খুশি আমি হবো

আমি যদি মরে যাই

তবুও তোমাকে চাইবো

আমি যদি মরে যাই

তবুও তোমাকে চাইবো

রাতের আঁকাশে

এক ধ্রুব তারা হয়ে জ্বলবো

আমি দুর থেকে তোমাকে দেখবো

আর ভালবাসবো

আমি যদি মরে যাই

তবুও তোমাকে চাইবো

ধন্যবাদ সবাইকে

S D Rubel'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin