menu-iconlogo
huatong
huatong
avatar

ছোট্ট বেলার খেলার সাথী Chotto Belar Khelar

S D Rubelhuatong
muthaigahuatong
Şarkı Sözleri
Kayıtlar
চন্দনা হারিয়ে গেছে

সেতো ছিলো প্রাণের প্রিয়

হৃদয়ের বড় কাছে

সে যে কোথায় গেলো হারিয়ে

বুকে স্মৃতির প্রদীপ জ্বালিয়ে

এখনো তার কথা মনে হলে

দুচোখ জলে ভাসে..

সেই চন্দনা আজ কোথায় আছে

জানিনা কেমন আছে

ছোট্ট বেলার খেলার সাথী

চন্দনা হারিয়ে গেছে

চন্দনা হারিয়ে গেছে

পুতুলের বিয়ে আমি ভেংগেছি বলে

অভিমানে চন্দনা কেঁদেছে কতো

তবু তার অভিযোগ ছিলোনা কোন

সবকিছু নিরবে মেনে সে নিতো

এমনি দিনে দিনে চন্দনা এই মনে

জানিনা কখন বাসা বেঁধেছে

সেই চন্দনা আজ কোথায় আছে

জানিনা কেমন আছে

ছোট্ট বেলার খেলার সাথী

চন্দনা হারিয়ে গেছে

চন্দনা হারিয়ে গেছে

জীবনের প্রয়োজনে বুঝেছি যখন

মনে প্রাণে চন্দনা রয়েছে মিশে

দুচোখের সীমানায় খুঁজেছি কতো

আজো সে ফিরেনি আমারই কাছে

স্বপ্ন তবু চোখে আসবে সে এই বুকে

এভাবে জীবন বয়ে চলেছে

সেই চন্দনা আজ কোথায় আছে

জানিনা কেমন আছে

ছোট্ট বেলার খেলার সাথী

চন্দনা হারিয়ে গেছে

সেতো ছিল প্রাণের প্রিয়

হৃদয়ের বড় কাছে

সে যে কোথায় গেলো হারিয়ে

বুকে স্মৃতির প্রদীপ জ্বালিয়ে

এখনো তার কথা মনে হলে

দুচোখ জলে ভাসে..

সেই চন্দনা আজ কোথায় আছে

জানিনা কেমন আছে

ছোট্ট বেলার খেলার সাথী

চন্দনা হারিয়ে গেছে

চন্দনা হারিয়ে গেছে

সমাপ্ত

ধন্যবাদ সবাইকে

S D Rubel'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin