menu-iconlogo
huatong
huatong
avatar

যদি আরেক জনম আমি পাইগো

S M Sharathuatong
smartpolockhuatong
Şarkı Sözleri
Kayıtlar
যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুদু ভেঙে দিলে মন

বিধির কাছে সবই কইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইবো

কারে দেখাবো আমি বুকের ব্যাথা

তুমি যে আমার সাথি হলেনা

এমন করে বুকে জলছে আগুন

সইতে আমি আর পারিনা

কারে দেখাবো আমি বুকের ব্যাথা

তুমি যে আমার সাথি হলেনা

এমন করে বুকে জলছে আগুন

সইতে আমি আর পারিনা

তুমি তো খোজে নিলে সুখের ভুবন

আমার হৃদয় পুড়ে ছাইগো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

আরো নতুন নতুন গানপেতে আমার

তোমাকে ভালোবেসে এই আমি আজ

হয়েছি পাথরে পাহাড়

যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান

এই চোখে সাগর জোয়ার

তোমাকে ভালোবেসে এই আমি আজ

হয়েছি পাথরে পাহাড়

যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান

এই চোখে সাগর জোয়ার

তবুও বলে মন হাত বাড়িয়ে

তোমার শত ব্যাথা সইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

এ জনমে তুমি হলেনা আপন

প্রেমের নামে শুদু ভেঙে দিলে মন

বিধির কাছে সবই কইবো

যদি আরেক জনম আমি পাইগো

সে জনমে তোমাকে চাইগো

লাইক করতে ভুলবেন না

S M Sharat'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

S M Sharat, যদি আরেক জনম আমি পাইগো - Sözleri ve Coverları