menu-iconlogo
logo

ki diya mon karila

logo
Şarkı Sözleri
কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে

অন্তরে পিরীতির আগুন ধরায় লা

কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে

অন্তরে পিরীতির আগুন ধরায় লা

নজরে নজরে রাখিয়া আমারে

নজরে নজরে রাখিয়া আমারে

নয়নের বান মারিলা ও বন্ধুরে

অন্তরে পিরীতির আগুন ধরায় লা

কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে

অন্তরে পিরীতির আগুন ধরায় লা

জানে জানে বীথির পাতা জানে তরুলতা

তোমার দুটি হাত ছুঁয়ে দিয়েছিলাম কথা

জানে জানে বনের পাখি জানে গাঙের পানি

যতনতে আছে মনে তোমার কথা খানি

ইশারাতে ডাক দিয়া হাতের কাছে আমায় নিয়া

হৃদয়ের লাজ ভাঙ্গিলা

ও বন্ধুরে

অন্তরে পিরীতির আগুন ধরায় লা

কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে

অন্তরে পিরীতির আগুন ধরায় লা

দেখ দেখ মনের চোখে দেখ ভালো করে

আছি তোমার রব তোমার সারাজীবন ধরে

রাখ রাখ আপন করে রাখ বুকের মাঝে

তুমি ছাড়া কেউ যেন পায় নাগো খুঁজে

জাদুমাখা রূপ নিয়া পাগল করা হাসি দিয়া

ফাগুনের রঙ ধরিলা

ও বন্ধুরে

অন্তরে পিরীতির আগুন ধরায় লা

কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে

অন্তরে পিরীতির আগুন ধরায় লা

নজরে নজরে রাখিয়া আমারে

নজরে নজরে রাখিয়া আমারে

নয়নের বান মারিলা

ও বন্ধুরে

অন্তরে পিরীতির আগুন ধরায় লা

কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে

অন্তরে পিরীতির আগুন ধরায় লা

কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে

অন্তরে পিরীতির আগুন ধরায় লা

কি দিয়া মন কাড়িলা ও বন্ধুরে...

Sabina Yasmin/Andrew Kishor, ki diya mon karila - Sözleri ve Coverları