menu-iconlogo
huatong
huatong
sabina-yasmin-shudhu-gan-geye-cover-image

শুধু গান গেয়ে পরিচয় Shudhu Gan Geye

Sabina Yasminhuatong
spcfergyhuatong
Şarkı Sözleri
Kayıtlar
শুধু গান গেয়ে পরিচয়

শুধু গান গেয়ে পরিচয়

চলার পথে খনিক দেখা

একি শুধুই অভিনয়

শুধু গান গেয়ে পরিচয়

শুধু গান গেয়ে পরিচয়

এই অবুঝ মনে কে যে খনে খনে

এই অবুঝ মনে কে যে খনে খনে

চুপি চুপি দোলা দেয়

ওগো জোছনায় তুমইি বলনা

কেনো যে উতলা এ হৃদয়

শুধু গান গেয়ে পরিচয়

শুধু গান গেয়ে পরিচয়

চলার পথে খনিক দেখা

একি শুধুই অভিনয়

শুধু গান গেয়ে পরিচয়

শুধু গান গেয়ে পরিচয়

জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা

জানি সাঁঝের বেলা ফেলে সকল খেলা

নীড়ে পাখী ফিরে যায়

তবু আকাশে গানের আভাসে

চলারও কাহিনী লেখা রয়

শুধু গান গেয়ে পরিচয়

শুধু গান গেয়ে পরিচয়

চলার পথে খনিক দেখা

একি শুধুই অভিনয়

শুধু গান গেয়ে পরিচয়

শুধু গান গেয়ে পরিচয়

Sabina Yasmin'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin