menu-iconlogo
huatong
huatong
avatar

রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে

Sabina Yasminhuatong
stardreamer_star2huatong
Şarkı Sözleri
Kayıtlar
রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে

সাধের এই দেহ মাটিতে খাইবে

রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে

সাধের এই দেহ মাটিতে খাইবে

শূন্য হবে জিন্দেগানী..

কার লাগিয়া এতো মায়া,এতো চোখের পানি রে মন

কার লাগিয়া এতো মায়া,এতো চোখের পানি ?

রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে

সাধের এই দেহ মাটিতে খাইবে

শূন্য হবে জিন্দেগানী..

কার লাগিয়া এতো মায়া,এতো চোখের পানি রে মন

কার লাগিয়া এতো মায়া,এতো চোখের পানি ?

সন্ধ্যা হলে ডুবিবে বেলা

সাঙ্গ হবে ভবেরই মেলা..

সন্ধ্যা হলে ডুবিবে বেলা

সাঙ্গ হবে ভবেরই মেলা

কেউ বা দিবে আখেরী গোসল।

কেউ বা দিবে আখেরী গোসল।

কেউ বা আনবে আতরদানি.......

কার লাগিয়া এতো মায়া,এতো চোখের পানি রে মন

কার লাগিয়া এতো মায়া,এতো চোখের পানি ?

রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে

সাধের এই দেহ মাটিতে খাইবে।

রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে

সাধের এই দেহ মাটিতে খাইবে।

শূন্য হবে জিন্দেগানী..

কার লাগিয়া এতো মায়া,এতো চোখের পানি রে মন

কার লাগিয়া এতো মায়া, এতো চোখের পানি ?

এত আশার, বাসা তোমার

নিমিষেতে হবে যে চুরমার।

এত আশার, বাসা তোমার

নিমিষেতেই হবে চুরমার।

কেউ বা ডাকবে মা মা করে

কেউ বা ডাকবে মা মা করে

সাড়া তো দিবে না জননী....

কার লাগিয়া এতো মায়া,এতো চোখের পানি রে মন

কার লাগিয়া এতো মায়া, এতো চোখের পানি ?

রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে

সাধের এই দেহ মাটিতে খাইবে।

রঙ্গিন এই পৃথিবী ছাড়িতে হইবে

সাধের এই দেহ মাটিতে খাইবে।

শূন্য হবে জিন্দেগানী...

কার লাগিয়া এতো মায়া,এতো চোখের পানি রে মন

কার লাগিয়া এতো মায়া,এতো চোখের পানি রে মন

কার লাগিয়া এতো মায়া,এতো চোখের পানি রে মন

কার লাগিয়া এতো মায়া, এতো চোখের পানি...

Sabina Yasmin'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin