menu-iconlogo
huatong
huatong
avatar

Jeona Tumi Bolona Biday

saifhuatong
Rana_E_R_S🌲🌲huatong
Şarkı Sözleri
Kayıtlar
যেওনা, তুমি বলনা বিদায়

যেওনা, তুমি বলনা বিদায়

যেন আলো নিভে যায়

তুমি চলে গেলে

সান্ত্বনা, বল কে দেবে আমায়

যদি তারা ঢেকে যায়

মেঘেরেও আড়ালে

যেওনা, তুমি বলনা বিদায়

যেন আলো নিভে যায়

তুমি চলে গেলে

এই যদি জেনেছিলে এতোটুকও জীবনে

দূরে চলে গেলে কি গো ভালবাসা ভোলা যায়

এই যদি জেনেছিলে এতোটুকও জীবনে

দূরে চলে গেলে কি গো ভালবাসা ভোলা যায়

ও ও হৃদ্যয়ের কান্না গুলো ধিকি ধিকি জ্বলে

যন্ত্রণা, কি যে যন্ত্রণা আমার

আমি পেয়েছি আধার প্রেমের ও বদলে

এই তুমি রয়ে গেলে কত যেন অচেনা

ভালবাসা ফুল কি গো অভিমানে ঝরে যায়

এই তুমি রয়ে গেলে কত যেন অচেনা

ভালবাসা ফুল কি গো অভিমানে ঝরে যায়

ও ও হৃদ্যয়ের কান্না গুলো ধিকি ধিকি জ্বলে

কল্পনা, যদি সত্যি হয়ে যায়

কোন মায়াবী ছোঁয়ায়

তুমি ফিরে এলে

যেওনা, তুমি বলনা বিদায়

যেন আলো নিভে যায়

তুমি চলে গেলে

সান্ত্বনা, বল কে দেবে আমায়

যদি তারা ঢেকে যায়

মেঘেরেও আড়ালে

যেওনা

saif'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

saif, Jeona Tumi Bolona Biday - Sözleri ve Coverları