menu-iconlogo
huatong
huatong
avatar

ওরে নীল দরিয়া

Saif Zohanhuatong
udbhavudbhavhuatong
Şarkı Sözleri
Kayıtlar
গান নামঃ ওরে নীল দরিয়া

কন্ঠঃ আব্দুল জব্বার

সুরকারঃ আলম খান

গীতিকারঃ মুকুল চৌধুরী

ছায়াছবিঃ সারেং বউ

ওরে নীল দরিয়া

আমায় দেরে দে ছাড়িয়া

বন্ধি হইয়া মনোয়া পাখি,হায়রে

কান্দে রইয়া রইয়া।

ওরে নীল দরিয়া

আমায় দেরে দে ছাড়িয়া

বন্ধি হইয়া মনোয়া পাখি,হায়রে

কান্দে রইয়া রইয়া।

ওরে নীল দরিয়া

Music

কাছের মানুষ দুরে থুইয়া,

মরি আমি ধড় ফড়াইয়া,রে

কাছের মানুষ দুরে থুইয়া,

মরি আমি ধড় ফড়াইয়া,রে

দারুণ জ্বালা দিবানিশি

দারুণ জ্বালা দিবানিশি

অন্তরে অন্তরে

আমার এত সাধের মনোয়া পাখি হায়রে

কি জানি কি করে

ওরে সাম্পানের নাইয়া,

আমায় দেরে দে ভিড়াইয়া

বন্ধি হইয়া মনোয়া পাখি,হায়রে

কান্দে রইয়া রইয়া।

ওরে সাম্পানের নাইয়া

হইয়া আমি দেশান্তরী

দেশ বিদেশে ভিড়াই তরী,রে

হইয়া আমি দেশান্তরী

দেশ বিদেশে ভিড়াই তরী,রে

নোঙর ফেলি ঘাঁটে ঘাঁটে

নোঙর ফেলি ঘাঁটে ঘাঁটে

বন্দরে বন্দরে

আমার মনের নোঙর পইড়া রইছে হায়রে

সারেঙ বাড়ির ঘরে

এই না পথ ধরিয়া

আমি কত যে গেছি চইলা

একলা ঘরে মন বধূয়া আমার

রইছে পন্থ চাইয়া

ওরে নীল দরিয়া

আমায় দেরে দে ছাড়িয়া

বন্ধি হইয়া মনোয়া পাখি,হায়রে

কান্দে রইয়া রইয়া।

ওরে নীল দরিয়া

Saif Zohan'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin