menu-iconlogo
huatong
huatong
saif-zohan--cover-image

কিছু মানুষ মরে যায় পঁচিশে

Saif Zohanhuatong
pwhissell0403huatong
Şarkı Sözleri
Kayıtlar
এই মহাকালের বাস্তবতায়

যাচ্ছি ক্রমে ডুবে ডুবে,

নিজের আড়ালে, নিজেকে লুকিয়ে,

হারিয়েছি আমি কবে।

জানো কি?

তোমাদের মাঝে থেকেও নেই,

জানো কি তোমরা সবে?

কিছু মানুষ,

কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে,

তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে,

কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে

তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে।

শৈশবের স্বপ্ন গুলো

লিখে রেখেছিলাম ড্রয়িং খাতায়,

সময়ের ভাজে ভাজে

হারিয়ে ফেলেছি সব স্মৃতির পাতায়।

শৈশবের ইচ্ছে গুলো

কখন ভুলেছি, করিনি খেয়াল,

আমার ছোট্টবেলার

সামনে তুলেছে কে অদ্ভুত দেয়াল।

তবে কি? এভাবেই কাটবে জীবন?

এ দেয়াল ভাঙবো কবে?

কিছু মানুষ,

কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে,

তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে,

কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে

তারপর মরে গিয়েও বহুকাল বাচে সে।

ভাবিনি হুট করে সব

স্বপ্নের মুখোমুখি বাস্তবতা,

বলার ছিল যে অনেক

শোনার ছিলনা কেউ কোন কথা।

ভাবিনি হুট করে সব

স্বপ্নের মুখোমুখি বাস্তবতা,

বলার ছিল যে অনেক

শোনার ছিলনা কেউ কোন কথা।

কবে কি? কিভাবে ভাবছে এ মন

সে কথা বলবো কাকে?

কিছু মানুষ,

কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে,

তারপর মরে গিয়েও বহুকাল বাচে সে,

কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে

তারপর মরে গিয়েও বহুকাল বাচে সে।

এভাবেই চলছে জীবন

অভিনয় চলছে চাপিয়ে মুখোশ

আয়নায় তাকিয়ে ভাবি

অপরাধ কি আমার, আমার কি দোষ?

এভাবেই চলছে জীবন

অভিনয় চলছে চাপিয়ে মুখোশ

আয়নায় তাকিয়ে ভাবি

অপরাধ কি আমার, আমার কি দোষ?

বলো কোন? অপরাধে আমাকে

এভাবে বাঁচতে হবে..

কিছু মানুষ,

কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে,

তারপর মরে গিয়েও বহুকাল বাচে সে।

কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে,

তারপর মরে গিয়েও বহুকাল বাচে সে।

কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে,

তারপর মরে গিয়েও বহুকাল বাচে সে।

Saif Zohan'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin