menu-iconlogo
huatong
huatong
avatar

O Sonar Chandere

Salim Chowdhuryhuatong
preppijockhuatong
Şarkı Sözleri
Kayıtlar
আরে ও সোনার চান্দে রে, ও মায়ার চান্দে রে

চান্দে মায়া লাগাইসে

ও সোনার চান্দে রে, ও মায়ার চান্দে রে

চান্দে মায়া লাগাইসে

মায়া লাগাইয়া চান্দে –

মায়া লাগাইয়া চান্দে পাগল বানাইসে

আরে ও সোনার চান্দে রে, ও মায়ার চান্দে রে

চান্দে মায়া লাগাইসে

মায়ার চান্দের মায়া এমন

অন্তরে জ্বালাইলো অনল

মায়ার চান্দের মায়া এমন

অন্তরে জ্বালাইলো অনল

সে যে তুষেরই অনলে দিবানিশি পুড়াইসে

সে যে তুষেরই অনলে দিবানিশি পুড়াইসে

সোনা চান্দে, ও মায়ার চান্দে রে

চান্দে মায়া লাগাইসে

মায়া লাগাইয়া চান্দে –

মায়া লাগাইয়া চান্দে পাগল বানাইসে

ও সোনার চান্দে রে, ও মায়ার চান্দে রে

চান্দে মায়া লাগাইসে

মায়ার চান্দের মায়া এমন

না দেয় দেখা, না দরিশন

মায়ার চান্দের মায়া এমন

না দেয় দেখা, না দরিশন

হায় গো, আড়ালে থাকিয়া চান্দে আমায় নাচাইসে

হায় গো, আড়ালে থাকিয়া চান্দে আমায় নাচাইসে

সোনা চান্দে, ও মায়ার চান্দে রে

চান্দে মায়া লাগাইসে

মায়া লাগাইয়া চান্দে –

মায়া লাগাইয়া চান্দে পাগল বানাইসে

ও সোনার চান্দে রে, ও মায়ার চান্দে রে

চান্দে মায়া লাগাইসে

মায়ার চান্দের মায়া এমন

কান্দাইলো সারা জনম

মায়ার চান্দের মায়া এমন

কান্দাইলো সারা জনম

সে যে কান্দাইতে কান্দাইতে আমায় বাউলা বানাইসে

সে যে কান্দাইতে কান্দাইতে আমায় বাউলা বানাইসে

সোনা চান্দে, ও মায়ার চান্দে রে

চান্দে মায়া লাগাইসে

মায়া লাগাইয়া চান্দে –

মায়া লাগাইয়া চান্দে পাগল বানাইসে

আরে ও সোনার চান্দে রে, ও মায়ার চান্দে রে

চান্দে মায়া লাগাইসে

ও সোনার চান্দে রে, ও মায়ার চান্দে রে

চান্দে মায়া লাগাইসে

মায়া লাগাইয়া চান্দে –

মায়া লাগাইয়া চান্দে পাগল বানাইসে

আরে ও সোনার চান্দে রে, ও মায়ার চান্দে রে

চান্দে মায়া লাগাইসে

Salim Chowdhury'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin