menu-iconlogo
huatong
huatong
salma-akhterh-p-shohag-rongila-baroi-hq-cover-image

Rongila baroi [HQ]

Salma Akhter/H P Shohaghuatong
꧁🌧MeGh🌧꧂huatong
Şarkı Sözleri
Kayıtlar
Mরঙ্গিলা বাড়ই তুই রঙ্গিলা রে...

তোর রুপের অাগুনে রিদয় পোড়ে

Fশোনরে সুজন অামি বলি যে তরে..

চাঁদ ভেবে অাগুন নিয়ে খেলিস না রে

Mতর রুপের ঝলকে মন নিলো পলকে

তর রুপের ঝলকে মন নিলো পলকে

তরে ছারা এখন অামি বাচি কি করে

Fশোনরে সুজন অামি বলি যে তরে

চাঁদ ভেবে অাগুন নিয়ে খেলিস না রে

মন ভরা ফাগুনে এই রুপের অাগুনে

মন ভরা ফাগুনে এই রুপের অাগুনে

পুড়ে ছাই হবি তুই থাকরে দূরে

Mরঙ্গিলা বাড়ই তুই রঙ্গিলা রে

তোর রুপের অাগুনে রিদয় পোড়ে

Mএই জীবনে অার কিছু পাইবা না পাই

সুখে দুঃখে পাশাপাশি তোকে শুধু চাই

Fমিষ্টি মিষ্টি কথা বলে করলে মন চুরি

তর ভাবনায় দুটি চোখের ঘুম নিলো কারি

Mএই জীবনে অার কিছু পাইবা না পাই

সুখে দুঃখে পাশাপাশি তোকে শুধু চাই

Fমিষ্টি মিষ্টি কথা বলে করলে মন চুরি

তর ভাবনায় দুটি চোখের ঘুম নিলো কারি

তুই যে অাছিস অামার রিদয় জুড়ে

Mতুই যে অাছিস অামার রিদয় জুড়ে

রঙ্গিলা বাড়ই তুই রঙ্গিলা রে

তোর রুপের অাগুনে রিদয় পোড়ে

Fতকে ভেবে পরলো দাগ নিলোক দুটি চোখে

অার কত প্রেমের অাগুন জ্বালাবে এই বুকে

Mএই রিদয়ে সারা বেলা তরি অাসা যাওয়া

তকে পেলে পুর্ন হবে অামার চাওয়া পাওয়া

Fতকে ভেবে পরলো দাগ নিলোক দুটি চোখে

অার কত প্রেমের অাগুন জ্বালাবে এই বুকে

Mএই রিদয়ে সারা বেলা তরি অাসা যাওয়া

তকে পেলে পুর্ন হবে অামার চাওয়া পাওয়া

Fতুই যে সুখের প্রদিপ অাধার ঘরে

তুই যে সুখের প্রদিপ অাধার ঘরে

Mরঙ্গিলা বাড়ই তুই রঙ্গিলা রে

তোর রুপের অাগুনে রিদয় পোড়ে

Fশোনরে সুজন অামি বলি যে তরে

চাঁদ ভেবে অাগুন নিয়ে খেলিস না রে

মন ভরা ফাগুনে এই রুপের অাগুনে

মন ভরা ফাগুনে এই রুপের অাগুনে

পুড়ে ছাই হবি তুই থাকরে দূরে

Mরঙ্গিলা বাড়ই তুই রঙ্গিলা রে

তোর রুপের অাগুনে রিদয় পোড়ে

Fশোনরে সুজন অামি বলি যে তরে

চাঁদ ভেবে অাগুন নিয়ে খেলিস না রে

Salma Akhter/H P Shohag'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin