আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে
সে এখন বাস করে অন্যের ঘরে
সে এখন বাস করে অন্যের ঘরে
আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে
সে এখন বাস করে অন্যের ঘরে
সে এখন বাস করে অন্যের ঘরে
জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো
সে আমায় ভুল বুঝিয়া দূরে চলে গেল
জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো
সে আমায় ভুল বুঝিয়া দূরে চলে গেল
আমার কপালে নাই সুখ , বুঝি বিধাতা বৈমুখ
এই পোড়া মুখ আমি দেখাবো কারে
সে এখন বাস করে অন্যের ঘরে
আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে
সে এখন বাস করে অন্যের ঘরে
সে এখন বাস করে অন্যের ঘরে
আশা ছিল প্রাণবন্ধুরে রাখিবো এই বুকে
বন্ধুয়ারে লইয়া আমি থাকিবো সুখে
আশা ছিল প্রাণবন্ধুরে রাখিবো এই বুকে
বন্ধুয়ারে লইয়া আমি থাকিবো সুখে
হায়রে ভা লো বা সা...
আমায় করলি নৈরাশা
হায়রে ভালোবাসা
আমার করলি নৈরাশা
এমন ভালোবাসা যেন কেউ না করে
সে এখন বাস করে অন্যের ঘরে
আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে
সে এখন বাস করে অন্যের ঘরে
সে এখন বাস করে অন্যের ঘরে
আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে
সে এখন বাস করে অন্যের ঘরে
সে এখন বাস করে অন্যের ঘরে