menu-iconlogo
logo

O Amar Bondhu Go

logo
Şarkı Sözleri
ও আমার

বন্ধু গো

চির সাথী পথ চলার

তোমারি জন্য

গড়েছি আমি

মাঞ্জিল ভালবাসার

ও আমার

বন্ধু গো

চির সাথী পথ চলার

তোমারি জন্য

গড়েছি আমি

মাঞ্জিল ভালবাসার

এক সাথে রয়েছি দু'জন

এক ডোরে বাঁধা দুটি প্রান

চিঁড়বেনা কভু এই বাঁধন

আসলে আসুক তুফান

এক সাথে রয়েছি দু'জন

এক ডোরে বাঁধা দুটি প্রান

চিঁড়বেনা কভু এই বাঁধন

আসলে আসুক তুফান

তুমি আমারি.......

বলব শতবার

ও আমার

বন্ধু গো

চির সাথী পথ চলার

তোমারি জন্য

গড়েছি আমি

মাঞ্জিল ভালবাসার

হাত দুটি ধরেছি তোমার

মানবো না কোন বাঁধা আর

শুনবো না কারো কথা যে আর

মন্ধ বলুক সমাজ

হাত দুটি ধরেছি তোমার

মানবো না কোন বাঁধা আর

শুনবো না কারো কথা যে আর

মন্ধ বলুক সমাজ

তুমি আমারি

বলব শতবার

ও আমার

বন্ধু গো

চির সাথী পথ চলার

তোমারি জন্য

গড়েছি আমি

মাঞ্জিল ভালবাসার

ও আমার

বন্ধু গো

চির সাথী পথ চলার

তোমারি জন্য

গড়েছি আমি

মাঞ্জিল ভালবাসার

Salman Shah, O Amar Bondhu Go - Sözleri ve Coverları