menu-iconlogo
huatong
huatong
avatar

চন্দ্র সূর্য সবই আছে আগের মতই

Samina Chowdhuryhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱☆⃝🅩🅜🅛....huatong
Şarkı Sözleri
Kayıtlar
চন্দ্র সূর্য সবই আছে আগেই মতই

নদীতে ঢেউ উঠে কতই আগের মতই

এই তুমি শুধু সেই তুমি নেই

সেই তুমি নেই, সেই তুমি নেই।।

চন্দ্র সূর্য সবই আছে আগেই মতই

নদীতে ঢেউ উঠে কতই আগের মতই

০০

০০

পৃথিবী হাজার বদল হোক

ভেবেছি বদলাবে না তোমার দুটি চোখ।

পৃথিবী হাজার বদল হোক

ভেবেছি বদলাবে না তোমার দুটি চোখ।

পৃথিবী তো চলছে ঠিকই তারই নিয়মে

তুমি শুধু হায়, সেই তুমি নেই।।

চন্দ্র সূর্য সবই আছে আগেই মতই

নদীতে ঢেউ উঠে কতই আগের মতই

০০

০০

জীবনে হাজার উঠুক ঝড়

ভেবেছি ভাংবে না এ ভালবাসার ঘর।

জীবনে হাজার উঠুক ঝড়

ভেবেছি ভাংবে না এ ভালবাসার ঘর।

কান্না হাসি থাকবেই তো সবার জীবনেই

তুমি শুধু হায়, সেই তুমি নেই।।

চন্দ্র সূর্য সবই আছে আগেই মতই

নদীতে ঢেউ উঠে কতই আগের মতই

হ এই তুমি... শুধু সেই তুমি নেই

সেই তুমি নেই, সেই তুমি নেই।।

হ সেই তুমি নেই সেই তুমি নেই

হুম হুম হুম

Samina Chowdhury'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin