menu-iconlogo
huatong
huatong
samrat-hd-amar-haar-kala-korlam-re-cover-image

HD Amar Haar Kala Korlam Re

Samrathuatong
pcakes1013huatong
Şarkı Sözleri
Kayıtlar
হাইলা লোকের লাঙ্গল বাঁকা

জনম বঁাকা চঁাদ রে, জনম বাঁকা চঁাদ

ওরে হাইলা লোকের লাঙল বাঁকা

জনম বাঁকা চাঁদরে জনম বঁাকা চঁাদ

তার চাইতে অধিক বঁাকা হায় হায়

তার চাইতে অধিক বাকা

যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসে

আমার হার কালা করলাম রে...

হায়রে আমার দেহ কালার লাইগা রে

ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে

...

মনো রে.....

ওরে কূল বাঁকা গাঙ্গ বাকা

বাঁকা গাঙ্গের পানি রে,বঁাকা গাঙ্গের পানি

সকল বাঁকায় বাইলাম নৌকা হায় হায়

সকল বাঁকায় বাইলাম নৌকা তবু

বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসে

...

মনো রে.....

ওরে হার হইল জর জর

অন্তর হইল গুরা রে আমার, অন্তর হইল গুরা

পরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায়

পিরিতি ভাঙ্গিয়া গেলে

নাহি লাগে জোরা রে দুরন্ত পরবাসে

...

আমার হার কালা করলাম রে..

হায়রে আমার দেহ কালার লাইগা রে

ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে

ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে

ওরে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে

Samrat'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin