menu-iconlogo
huatong
huatong
samz-vai-tumi-purnimari-alo-cover-image

Tumi Purnimari Alo

Samz vaihuatong
draodraohuatong
Şarkı Sözleri
Kayıtlar
তুমি পূর্ণিমারই আলো

আমার সোনার ময়না পাখি

চোখখানি মোর বন্ধ করলে

তোমায় শুধু দেখি

আমার ভাল্লাগে না কিছু এই

তোমাকে ছাড়া

প্রতিটি সময় যেন লাগে দিশেহারা

কেন তুমি বোঝো না

আমার মনের ব্যথা?

পাবো তোমায় খুঁজে আমি কোথা?

সেই তুমি কেন এত অচেনা?

আমাকে তুমি বুঝেও বুঝলে না

তুমি পূর্ণিমারই আলো

আমার সোনার ময়না পাখি

চোখখানি মোর বন্ধ করলে

তোমায় শুধু দেখি

আমার ভাল্লাগে না কিছু এই

তোমাকে ছাড়া

প্রতিটি সময় যেন লাগে দিশেহারা

হৃদয়টার মাঝারে রাখিলাম আদরে

কত যতনে পুষিয়া

এভাবে আমাকে অবহেলা করে

কেন গেলে চলিয়া?

হৃদয়টার মাঝারে রাখিলাম আদরে

কত যতনে পুষিয়া

এভাবে আমাকে অবহেলা করে

কেন গেলে চলিয়া?

কে বুঝে আমাকে তুমি বিহনে?

ভুলে গেছো কি সব স্মৃতি?

বুঝি না কেন যে রোজ রাতে স্বপনে

শুধু করো ডাকাডাকি

তুমি পূর্ণিমারই আলো

আমার সোনার ময়না পাখি

চোখখানি মোর বন্ধ করলে

তোমায় শুধু দেখি

আমার ভাল্লাগে না কিছু এই

তোমাকে ছাড়া

প্রতিটি সময় যেন লাগে দিশেহারা

তুমি পূর্ণিমারই আলো

আমার সোনার ময়না পাখি

চোখখানি মোর বন্ধ করলে

তোমায় শুধু দেখি

আমার ভাল্লাগে না কিছু এই

তোমাকে ছাড়া

প্রতিটি সময় যেন লাগে দিশেহারা

Samz vai'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin