menu-iconlogo
huatong
huatong
avatar

Ghum Ghum Chand Jhikimiki Tara

Sandhya Mukherjeehuatong
takecoverhuatong
Şarkı Sözleri
Kayıtlar
ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত

আসেনিতো বুঝি আর জীবনে আমার ।

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত

আসেনিতো বুঝি আর জীবনে আমার ।

এই চাঁদের অথিতিরে বরন করি

এই চাঁদের অথিতিরে বরন করি ।

ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত

আসেনিতো বুঝি আর জীবনে আমার ।

বাতাসেরও সুরে শুনেছি বাঁশি তার

ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার ।

এই মধুর হাসিতে হৃদয় ভরি

এই চাঁদের অথিতিরে বরন করি ।

ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত

সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায়

ফুলঋতু আজ এল বুঝি মোর জীবনে ফুল ছায়

কোথায় সে কত দূরে জানিনা ভেসে যাই

মনে মনে যেন স্বপ্নের দেশে যাই ।

আজ তাইকি জীবনে বাসর গড়ি

এই চাঁদের অথিতিরে বরন করি ।

ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত

আসেনিতো বুঝি আর জীবনে আমার ।

Sandhya Mukherjee'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin