menu-iconlogo
huatong
huatong
sandhya-mukhopadhyay-madhumalati-dake-aay-cover-image

Madhumalati Dake Aay

Sandhya Mukhopadhyayhuatong
smilenjwileyhuatong
Şarkı Sözleri
Kayıtlar
মধু মালতি ডাকে আয়

ফুল ও ফাগুনের এ খেলায়

মধু মালতি ডাকে আয়

ফুল ও ফাগুনের এ খেলায়

যূথী কামিনী কত কথা

যূথী কামিনী কত কথা

গোপনে বলে মলয়ায়...

মধু মালতি ডাকে আয়

চাঁপা বনে কলির সনে আজ

লুকোচুরি গো লুকোচুরি

আলো ভরা কালো চোখে

কি মাধুরী গো কি মাধুরী

মন চাহে যে ধরা দিতে

মন চাহে যে ধরা দিতে

তবু সে লাজে সরে যায়

মধু মালতি ডাকে আয়

মালা হয়ে প্রানে মম

কে জড়ালো কি জড়ালো

ফুল রেনু মধু বায়ে

কে ঝরালো কে ঝরালো

জানি জানি কে মোর হিয়া

জানি জানি কে মোর হিয়া

রাঙালো রাঙা কামনায়

মধু মালতি ডাকে আয়

ফুলের ও ফাগুনে এ খেলায়

মধু মালতি ডাকে আয়

Sandhya Mukhopadhyay'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin