menu-iconlogo
huatong
huatong
avatar

Sona Bondhu Tui Amare

Sandipanhuatong
pallanhuatong
Şarkı Sözleri
Kayıtlar
সোনা বন্ধু তুই আমারে

সোনা বন্ধু তুই আমারে

সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা

মনেতো মানে না দিলে তো বুঝে না

সোনা বন্ধুর এমনই গুন

জল দিলে নিভে না আগুন

সোনা বন্ধুর এমনই গুন

জল দিলে নিভে না আগুন

কি দিয়ে নিভাবো আগুন

আমায় একটু বলোনা

মনেতো মানে না দিলে তো বুঝে না

সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা

মনেতো মানে না দিলে তো বুঝে না

সোনা বন্ধুর মুখের হাসি

যেন পূর্ণিমা শ্বশী

সোনা বন্ধুর মুখের হাসি

যেন পূর্ণিমা শ্বশী

হাসিতে হইয়িলাম পাগল ঘরে থাকতে দিলানা

মনেতো মানে না দিলে তো বুঝে না

সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা

মনেতো মানে না দিলে তো বুঝে না

সোনা বন্ধুর প্রেমের তরী

চালাই তারে কেমন করি

সোনা বন্ধুর প্রেমের তরী

চালাই তারে কেমন করি

পাল তুলিয়া বইসা রইলাম

মাঝির দেখা পাইলাম না

মনেতো মানে না দিলে তো বুঝে না

সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা

মনেতো মানে না দিলে তো বুঝে না

সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা

মনেতো মানে না দিলে তো বুঝে না

সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা

মনেতো মানে না দিলে তো বুঝে না

সোনা বন্ধু তুই আমারে

Sandipan'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin