menu-iconlogo
huatong
huatong
avatar

তুই আমার আলতা চুড়ি না

Sanzida Rimi/Afnan Antorhuatong
pinkbluebluepinkhuatong
Şarkı Sözleri
Kayıtlar
তুই আমার আলতা চুড়ি না

হাতে পায়ে পরি না

তুই আমার চুলের ফিতা না

তোকে তাই বেণি বাঁধি না

তুই আমার আলতা চুড়ি না

হাতে পায়ে পরি না

তুই আমার চুলের ফিতা না

তোকে তাই বেণি বাঁধি না

ওরে, ভালই যদি বাসিস আমায়

বেঁধে নে তোর মনে

প্রেম যমুনায় ডুবে মরবো

তবেই রে তোর সনে

তুই আমার আলতা চুড়ি না

হাতে পায়ে পরি না

তুই আমার চুলের ফিতা না

তোকে তাই বেণি বাঁধি না

তুই আমার বাগানের ফুল না

তোকে তাই খোঁপায় গুঁজি না

আমি তোর মান অভিমান না

আমাকে ভুল বুঝিস না

মান অভিমান করিস যদি

মিলবে না মন মনে

জীবন নদী পাড়ি দেয়া

হবে না তোর সনে

তুই আমার আলতা চুড়ি না

হাতে পায়ে পরি না

তুই আমার চুলের ফিতা না

তোকে তাই বেণি বাঁধি না

তুই আমার সাজের আরশি না

তোর ভিতর আমায় দেখিস না

আমি তোর ইচ্ছে কলম না

আমায় দিয়ে তোকে লেখিস না

লেখতে যদি চাস হৃদয়ে

লেখিস ভাবের ক্ষণে

ভাব সাগরে উঠবে জোয়ার

তবেই রে তোর সনে।

তুই আমার আলতা চুড়ি না

হাতে পায়ে পরি না

তুই আমার চুলের ফিতা না

তোকে তাই বেণি বাঁধি না

তুই আমার আলতা চুড়ি না

হাতে পায়ে পরি না

তুই আমার চুলের ফিতা না

তোকে তাই বেণি বাঁধি না

Sanzida Rimi/Afnan Antor'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

Sanzida Rimi/Afnan Antor, তুই আমার আলতা চুড়ি না - Sözleri ve Coverları