আমি হারিয়েছি মোর ছোট্টবেলা
হারাইনি তোমাকে
আজো আমায় ঘিরে মা যে আমার
সবখানেতেই থাকে।।
যখন দেখি কারো ঘরে
ছোট্ট খুকু হাসে
আমার মায়ের মুখটি তখন
চোখে আমার ভাসে।
ইচ্ছে করে দুহাত দিয়ে
জড়িয়ে ধরি তাকে
আদর করি আবার আমি,
আমার সোনা মাকে।।
মাথায় সিঁদুর কপালে টিপ
ঘোমটা পরা মেয়ে
যখন দেখি কারো ঘরে
থমকে থাকি চেয়ে
শুনি যখন সেই সে বঁধু
ফু দিল তার শাঁখে
চোখের উপর দেখি আমি,
লক্ষ্মী আমার মাকে।।
বেহুঁশ হয়ে যখন আমি,
থাকি জ্বরের ঘোরে।।
কপালে যে জল পটি দেয়
যায় গো বাতাস করে
আমার মাথায় যখন
কোমল সে হাত
পরশটি তার রাখে
দুচোখ ভরে দেখি আমার
স্নেহময়ী মাকে।
আমি হারিয়েছি মোর ছোট্টবেলা
হারাইনি তোমাকে
আজো আমায় ঘিরে মা যে আমার
সবখানেতেই থাকে।।
ঘুমাই যখন সারাটি দেশ
নিশুতি রাত নামে
কাজের শেষে বাড়ীর দোরে
চরণ আমার থামে
দেখি দুটি পথ চাওয়া চোখ
দরজারই ওই ফাঁকে
খাবার নিয়ে রাত জাগা মোর
অন্নপূর্ণা মাকে।
আত্মীয় আর স্বজন যখন
করে অবহেলা
ধনীর সমাজ গরীব বলে
করে হেলাফেলা
তখন গল্প কথায় ভোলায় যে মোর
মনের দুঃখটাকে
তারি মাঝে দেখি আমি,
করুণাময়ী মাকে।।
এমনি করেই সব কটা দিন
কাটিয়ে যাব আমি
তিন ভুবনের সুখের চেয়েও
মা যে আমার দামী
সকল ভুলে সাড়া দেবো
মায়ের হাজার ডাকে
দেখবো শুধু বিভোর হয়ে
মায়ের মমতাকে।
আমি হারিয়েছি মোর ছোট্টবেলা
হারাইনি তোমাকে
আজো আমায় ঘিরে মা যে আমার
সবখানেতেই থাকে।।
মা আমার সবখানেতেই থাকে
মা সবখানেতেই থাকে।