menu-iconlogo
huatong
huatong
avatar

মন যেন এক মায়াবী পাখি

SD RUBEL Mon Jeno Ek Mayabi Pakhihuatong
scorpioiihuatong
Şarkı Sözleri
Kayıtlar
মন যেনো এক মায়াবী পাখি

তাঁরে বন্ধি রাখা যায় না

মন যেনো এক মায়াবী পাখি

তাঁরে বন্ধি রাখা যায় না

ছোটে সে যেখানে আছে

ছোটে সে যেখানে আছে..

ভালোবাসার ঠিকানা হো

মন যেনো এক মায়াবী পাখি

তাঁরে বন্ধি রাখা যায় না

মনের দামে মন কিনে

স্বর্গ করে রচনা

স্বপ্ন নাওয়ে চরে খুঁজে

সুখেরি সে মোহনা

মনের দামে মন কিনে

স্বর্গ করে রচনা

স্বপ্ন নাওয়ে চরে খুঁজে

সুখেরি সে মোহনা

যতই তারে রাখিনা ধরে

যতই তারে রাখিনা ধরে

বাঁধা সে তো মানে না হো

মন যেনো এক মায়াবী পাখি

তাঁরে বন্ধি রাখা যায় না

মায়ার জ্বালে পড়লে ধরা

প্রেমের ময়না পাখি

সারাদিন মনের ঘরে

করে ডাকাডাকি

মায়ার জ্বালে পড়লে ধরা

প্রেমের ময়না পাখি

সারাদিন মনের ঘরে

করে ডাকাডাকি

চাইলেও ভূলতে তারে

চাইলেও ভূলতে তারে

কিছুতেই ভূলা যায় না হো

মন যেনো এক মায়াবী পাখি

তাঁরে বন্ধি রাখা যায় না

মন যেনো এক মায়াবী পাখি

তাঁরে বন্ধি রাখা যায় না

ছোটে সে যেখানে আছে

ছোটে সে যেখানে আছে

ভালোবাসার ঠিকানা হো

মন যেনো এক মায়াবী পাখি

তাঁরে বন্ধি রাখা যায় না

মন যেনো এক মায়াবী পাখি

তাঁরে বন্ধি রাখা যায় না

মন যেনো এক মায়াবী পাখি

তাঁরে বন্ধি রাখা যায় না

ধন্যবাদ সবাইকে

Beğenebilirsin

SD RUBEL Mon Jeno Ek Mayabi Pakhi, মন যেন এক মায়াবী পাখি - Sözleri ve Coverları