menu-iconlogo
huatong
huatong
avatar

ভালোবাসা নদী হলে || Bhalobasa Nodi Hole

SD Rubel || এস ডি রুবেলhuatong
🇧🇩𝓢𝓾𝓶𝓸𝓷_𝓐𝓱𝓶𝓮𝓭🇧🇩huatong
Şarkı Sözleri
Kayıtlar
Sumon_Ahmed_SBL

শিল্পী এস ডি রুবেল

=====<>=====

ভালোবাসা নদী হলে

এক তীরে দুঃখ

অন্য তীরে…থাকে সুখ

ভালোবাসা নদী হলে

এক তীরে দুঃখ

অন্য তীরে…থাকে সুখ

তুমি আছো সুখ নিয়ে

দুঃখেরই ঢেউগুলো

ভেঙ্গে দিয়ে যায় এই বুক

ভালোবাসা নদী হলে

এক তীরে দুঃখ

অন্য তীরে…থাকে সুখ

Music Intro

তোমাকে কাছে চেয়ে

আমার এই মন

পেল শুধু বেদনা

সারাটি জীবন…

Music Intro

তোমাকে কাছে চেয়ে

আমার এই মন

পেল শুধু বেদনা

সারাটি জীবন…

ভাবিনি আমি…

বিষে ভরা তোমার

ঐ চাঁদ মুখ…

ভালোবাসা নদী হলে

এক তীরে দুঃখ

অন্য তীরে…থাকে সুখ

Music Intro

তোমারই বিরহে পুড়ে

আমার এই জীবন…

হয়ে গেছে নিরহারা

পাখির মতন…

Music Intro

তোমারই বিরহে পুড়ে

আমার এই জীবন…

হয়ে গেছে নিরহারা

পাখির মতন…

বুঝিনি আমি…

এভাবে ভালোবাসা

কেড়ে নেয় সুখ…

ভালোবাসা নদী হলে

এক তীরে দুঃখ

অন্য তীরে…থাকে সুখ

ভালোবাসা নদী হলে

এক তীরে দুঃখ

অন্য তীরে…থাকে সুখ

তুমি আছো সুখ নিয়ে

দুখেরই ঢেউগুলো

ভেঙ্গে দিয়ে যায় এই বুক

ভালোবাসা নদী হলে

এক তীরে দুঃখ

অন্য তীরে…থাকে সুখ

[ধন্যবাদ সবাইকে]

SD Rubel || এস ডি রুবেল'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin