menu-iconlogo
huatong
huatong
shabnur-na-rakha-kichu-kotha-cover-image

Na rakha kichu kotha

Shabnurhuatong
newdundeestevehuatong
Şarkı Sözleri
Kayıtlar
না রাখা কিছু কথা

সময়েরই ঝরা পাতা

দিয়ে যায় শুধু ব্যাথা এ বুকে

থেমে যাওয়া সেই গানে

জমে থাকা অভিমানে

বৃষ্টি থামে না দুচোখে

ও মন কাদেরে কাদেরে কাদেরে

স্মৃতি মুছে না

ও মন কাদেরে কাদেরে কাদেরে

স্মৃতি মুছে না

আয়না মন ভাঙ্গা আয়না

যায়না ব্যথা ভোলা যায় না

সয়না এই ব্যথা যে সয়না

ও..সয়না এই ব্যথা যে সয়না

যত চাই ভুলে যেতে

মন চায় ব্যথা পেতে

তাই বুঝি প্রেম তাকে বলে না

নিভে যাওয়া আলো ছায়া

ছিলো যদি মিছে মায়া

বৃষ্টি কেন তা বলে না

ও মন কাদেরে কাদেরে কাদেরে

স্মৃতি মুছে না

ও মন কাদেরে কাদেরে কাদেরে

স্মৃতি মুছে না

আয়না মন ভাঙ্গা আয়না

যায়না ব্যথা ভোলা যায় না

সয়না এই ব্যথা যে সয়না

ও..সয়না এই ব্যথা যে সয়না

Shabnur'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin