menu-iconlogo
huatong
huatong
avatar

এক পৃথিবী দুঃখ আমার

Shahariar_islamhuatong
Ⓜ️Shahriar_Islam🇧🇩huatong
Şarkı Sözleri
Kayıtlar
ছেলেঃ- এক পৃথিবী দুঃখ আমার

বুকের ভেতরে,

মেয়েঃ- এক পৃথিবী দুঃখ আমার

বুকের ভেতরে,

বিরহ যন্ত্রনা না পাওয়ার বেদনা

বোঝাবো কি করে

বোঝাবো কি করে

ছেলেঃ- এক পৃথিবী দুঃখ আমার

বুকের ভেতরে,

মেয়েঃ- কি চেয়েছিলাম পাওয়া হলো কি যে

ভাবলেই লোনা জ্বলে দুটি চোখ ভিজে।

ছেলেঃ- কি হতে গিয়ে কি যে হয়ে গেলো .

দুঃখটা বৈশাখী ঝড় হয়ে এলো

মেয়েঃ- এই কোন গল্পনা,সাজানো কল্পনা

কেঁদে কেঁদে মরে-বোঝাবো কি করে

এক পৃথিবী দুঃখ আমার

বুকের ভেতরে,

মেয়েঃ- মন ভেঙ্গে গেলো,ভেঙ্গে গেলো আশা

আজ বড় একা আমি,নেই ভালোবাসা

মেয়েঃ- চিনলোনা সে তো চেনা চোখের চেয়ে

হারালাম তাকে আমি এত কাছে পেয়ে

ছেলেঃ- কার কাছে বলবো আর কত জ্বলবো

মন ধুকে মরে-বোঝাবো কি করে

মেয়েঃ- এক পৃথিবী দুঃখ আমার-

বুকের ভেতরে,

ছেলেঃ- বিরহ যন্ত্রনা,না পাওয়ার বেদনা

বোঝাবো কি করে

বোঝাবো কি করে

মেয়েঃ- এক পৃথিবী দুঃখ আমার-

বুকের ভেতরে

ধন্যবাদ

Shahariar_islam'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin