menu-iconlogo
huatong
huatong
avatar

এক জীবন Ek Jibon

shahid/Shuvomitahuatong
scole_starhuatong
Şarkı Sözleri
Kayıtlar
তুমি আমি কাছাকাছি আছি বলেই,

এ জীবন হয়েছে মধুময় …

যদি তুমি দূরে কভু যাও চলে,

শুধু মরণ হবে আর কিছু নয়.

তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়

এক জীবনে এত প্রেম পাব কোথায়

তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়

এক জীবনে এত প্রেম পাব কোথায়

তোমারি পরশে ভালোবাসা,

আসে মনেরই আঙ্গিনায়..

নয়ন ভরে দেখি তোমায়,

তবু বুঝি দেখার শেষ নাই

তোমারি পরশে ভালোবাসা,

আসে মনেরই আঙ্গিনায়..

নয়ন ভরে দেখি তোমায়,

তবু বুঝি দেখার শেষ নাই

তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়

এক জীবনে এত প্রেম পাব কোথায়

তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়

এক জীবনে এত প্রেম পাব কোথায়

সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে

দুজনে একসাথে ভেসে যায়

ভেসে ভেসে ভালোবেশে

সারা জীবন বঁাচতে চায়..

সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে

দুজনে একসাথে ভেসে যায়

ভেসে ভেসে ভালোবেশে

সারা জীবন বঁাচতে চায়

তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়

এক জীবনে এত প্রেম পাব কোথায়

তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়

এক জীবনে এত প্রেম পাব কোথায়

shahid/Shuvomita'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin

shahid/Shuvomita, এক জীবন Ek Jibon - Sözleri ve Coverları