অন্ধের কাছে রাত আর দিন
একই সমান
অন্ধের কাছে রাত আর দিন
একই সমান
আমি প্রেমকে করিনা ঘৃণা
তুমি এক হৃদয় হিনা
তোমাকে ভালোবেসে পেয়েছি প্রমাণ
পেয়েছে প্রমাণ
অন্ধের কাছে রাত আর দিন
একই সমান ।।
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
তোমাকে বলি না এখন
আমাকেই বলি আমি মন্দ
কাগজের ফুলে আমি খুজেছি গন্ধ ।
===================
তোমাকে বলি না এখন
আমাকেই বলি আমি মন্দ
কাগজের ফুলে আমি খুঁজেছি গন্ধ
ভালোবাসায় পাপ নেই
তোমার অনুতাপ নেই
ভালোবাসায় পাপ নেই
তোমার অনুতাপ নেই
কাঁপে না ব্যথা দিতে তোমার এই পরান
তোমাকে ভালোবেসে পেয়েছি প্রমাণ
পেয়েছি প্রমাণ
অন্ধের কাছে রাত আর দিন
একই সমান।।
আপলোড *বাই*শহিদুল *ইসলাম
আমি যে সারাটি জীবন
তোমারই প্রেমে ছিলাম অন্ধ
হৃদয়ের চোখ তুমি রেখেছো বন্ধ।
==================
আমি যে সারাটি জীবন
তোমারই প্রেমে ছিলাম অন্ধ
হৃদয়ের চোখ তুমি রেখেছো বন্ধ
কারো প্রতি ক্ষোভ নেই
আমার কোন লোভ নেই
কারো প্রতি ক্ষোভ নেই
আমার কোন লোভ নেই
রাখোনি কথা দিয়ে মাননি কুরাআন
তোমাকে ভালোবেসে পেয়েছি প্রমাণ
পেয়েছি প্রমাণ
অন্ধের কাছে রাত আর দিন
একই সমান
অন্ধের কাছে রাত আর দিন
একই সমান
আমি প্রেমকে করিনা ঘৃণা
তুমি এক হৃদয়হিনা
তোমাকে ভালোবেসে পেয়েছি প্রমাণ
পেয়েছি প্রমাণ
অন্ধের কাছে রাত আর দিন
একই সমান।।