menu-iconlogo
huatong
huatong
shahnaz-rahmatullah-amaro-deshero-matiro-gondhe-cover-image

Amaro Deshero Matiro Gondhe

Shahnaz Rahmatullahhuatong
scottsnetwerkinhuatong
Şarkı Sözleri
Kayıtlar
গান : আমারও দেশের মাটির গন্ধে

কথা : ডঃ মুনিরুজ্জামান

সুর : আব্দুল আহাদ

শিল্পী : শাহনাজ রহমতুল্লাহ

আমারও দেশে.র মাটি... র গন্ধে

ভরে আছে সারা মন।

শ্যামল কোমল পরশ ছাড়া যে

নেই কিছু প্রয়োজন

আমারও দেশে.র মাটি... র গন্ধে

ভরে আছে সারা মন।

শ্যামল কোমল পরশ ছাড়া যে

নেই কিছু প্রয়োজন

প্রাণে প্রাণে যেন তাই

তারই সুর শুধু পাই

প্রাণে প্রাণে যেন তাই

তারই সুর শুধু পাই

দিগন্ত জুড়ে সোনা রঙ ছবি

এঁকে যাই সারাক্ষণ

আমারও দেশে.র মাটি... র গন্ধে

ভরে আছে সারা মন।

শ্যামল কোমল পরশ ছাড়া যে

নেই কিছু প্রয়োজন

বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে

কন্ঠে কন্ঠে তারই ধ্বনি শুধু তুলছে।

বাতাসে আমার সবুজ স্বপ্ন দুলছে

কন্ঠে কন্ঠে তারই ধ্বনি শুধু তুলছে।

গানে গানে আজই তাই

সেই কথা বলে যাই।

গানে গানে আজই তাই

সেই কথা বলে যাই।

নতুন আশা এনেছে জীবনে

সূর্যের এ লগন

আমারও দেশে.র মাটি... র গন্ধে

ভরে আছে সারা মন।

শ্যামল কোমল পরশ ছাড়া যে

নেই কিছু প্রয়োজন

আমারও দেশে.র মাটি... র গন্ধে

ভরে আছে সারা মন।

শ্যামল কোমল পরশ ছাড়া যে

নেই কিছু প্রয়োজন

o সমাপ্ত o o o o o o

Shahnaz Rahmatullah'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin