menu-iconlogo
huatong
huatong
avatar

মানুষ বাচার জন্য manush bachar jonno

Shakib Khan/Purnimahuatong
sharee_douglashuatong
Şarkı Sözleri
Kayıtlar
মানুষ বাচার জন্য মরণকালে

বন্ধু যেমন করে রে,

মানুষ বাচার জন্য মরণকালে

বন্ধু যেমন করে রে,

তুই না কাছে থাকলে পরাণ

বন্ধু তেমন করে রে।

তুই না কাছে থাকলে পরাণ

বন্ধু তেমন করে রে।

মানুষ বাচার জন্য মরণকালে

বন্ধু যেমন করে রে,

মানুষ বাচার জন্য মরণকালে

বন্ধু যেমন করে রে,

তুই না কাছে থাকলে পরাণ

বন্ধু তেমন করে রে।

তুই না কাছে থাকলে পরাণ

বন্ধু তেমন করে রে

আমি একটি জনম বিশ্বাস করি

হাজার জনম নয়,

এক জনমের ভালবাসাই

হাজার জনম রয়।

আমি একটি জনম বিশ্বাস করি

হাজার জনম নয়,

এক জনমের ভালবাসাই

হাজার জনম রয়।

বন্ধু, আষাঢ় শ্রাবণ দুটি মাসে

বৃষ্টি যেমন ঝরে রে,

বন্ধু, আষাঢ় শ্রাবণ দুটি মাসে

বৃষ্টি যেমন ঝরে রে,

তুই বিহনে নয়ন দুটি

জলে তেমন ভরে রে

তুই বিহনে নয়ন দুটি

জলে তেমন ভরে রে

বন্ধু,শয়নে শ্বপনে তোরে আমার পাশে চাই,

তুই ছাড়া এই দুনিয়াতে আমার কেহ নাই

বন্ধু, শয়নে শ্বপনে তোরে আমার পাশে চাই,

তুই ছাড়া এই দুনিয়াতে আমার কেহ নাই

বন্ধু, চাঁদনি রাতে চাঁদটা থেকে

জোৎস্না যেমন ঝরে রে,

বন্ধু, চাঁদনি রাতে চাঁদটা থেকে

জোৎস্না যেমন ঝরে রে,

তোরই ছোয়ায় হৃদয় আমার

আলোয় তেমন ভরে রে

তোরই ছোয়ায় হৃদয় আমার

আলোয় তেমন ভরে রে

মানুষ বাচার জন্য মরণকালে

বন্ধু যেমন করে রে,

মানুষ বাচার জন্য মরণকালে

বন্ধু যেমন করে রে,

তুই না কাছে থাকলে পরাণ

বন্ধু তেমন করে রে।

তুই না কাছে থাকলে পরাণ

বন্ধু তেমন করে রে।

তুই না কাছে থাকলে পরাণ

বন্ধু তেমন করে রে।

তুই না কাছে থাকলে পরাণ

বন্ধু তেমন করে

Shakib Khan/Purnima'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin