menu-iconlogo
huatong
huatong
avatar

যদি বউ সাজু গো

Shakib khanhuatong
elheroe1huatong
Şarkı Sözleri
Kayıtlar
যদি বউ সাজগো, আরও সুন্দর লাগবে গো

যদি বউ সাজো গো,আরো সুন্দ র লাগবে গো

বল বল আরো বল, লাগছে মন্দ না,

জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়

যদি বউ সাজগো, আরও সুন্দর লাগবে গো

যদি বউ সাজো গো আরো সুন্দ র লাগবে গো

কতদিন আমায় ভালবাসবে, মনে রাখবে

ওগো যতদিন চন্দ্র সুর্য থাকবে

যদি ঘর ভাঙ্গা ঝড় আসে, কভু আসে

আমি সেদিনও রইবো তোমার পাশে

বল বল আরো বল, লাগছে মন্দ না,

জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়।

যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো

যদি বউ সাজো গো,আরো সুন্দ র লাগবে গো

তুমি নদী হলে আমি হব সাগর,

সেই মহনায় গড়বো মিলন বাসর

তারপর বল কি হবে, কি হবে

না না বলবো না, লজ্জ্যা পাব তবে,

বল বল আরো বল, লাগছে মন্দ না,

জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যেন হয়।

যদি বউ সাজো গো,আরো সুন্দ র লাগবে গো

যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগবে গো

Shakib khan'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin