menu-iconlogo
huatong
huatong
avatar

বন্ধু তুমি আমার সঙ্গী

Shakila Zafarhuatong
kozonkozonhuatong
Şarkı Sözleri
Kayıtlar
বন্ধু তুমি আমার, সঙ্গী তুমি আমার

চিরদিন তোমায় আমি,ভালোবেসে যাবো

বন্ধু তুমি আমার,সঙ্গী তুমি আমার

চিরদিন তোমায় আমি,ভালোবেসে যাবো

আপনাদের মাঝে আরো গান নিয়ে আসবো

হাজার বছর, তোমার আশায়

পথ চেয়েছিলাম....

তোমায় আমি, প্রাণের চেয়েও

আপন করে নিলাম।

হাজার বছর, তোমার আশায়

পথ চেয়েছিলাম....,

তোমায় আমি, প্রাণের চেয়েও

আপন করে নিলাম।

জীবন তুমি আমার,মরণ তুমি আমার

ভাবিনি তোমায় আমি,এতো কাছে পাবো

বন্ধু তুমি আমার,সঙ্গী তুমি আমার

চিরদিন তোমায় আমি,ভালোবেসে যাবো

গান শেষে অবশ্যই একটা লাইক দিবেন

তোমার বুকে, মাথা রেখে

মরণ যেন আসে...

ইহকালে, পরকালে

রবো তোমার পাশে...

তোমার বুকে, মাথা রেখে

মরণ যেন আসে...

ইহকালে, পরকালে

রবো তোমার পাশে...

তুমি আমার আশা,আমার ভালোবাসা

ভালোবাসার এই গান,চিরদিনই গাবো

বন্ধু তুমি আমার,সঙ্গী তুমি আমার

চিরদিন তোমায় আমি,ভালোবেসে যাবো

বন্ধু তুমি আমার,সঙ্গী তুমি আমার

চিরদিন তোমায় আমি,ভালোবেসে যাবো

ধন্যবাদ

Shakila Zafar'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin