menu-iconlogo
logo

Tumi Misti Kore

logo
Şarkı Sözleri
তুমি মিষ্টি করে দুষ্টু বলো

শুনতে ভালো লাগে

আমার এ মন ভরে যায়

মধুর অনুরাগে ..মধুর অনুরাগে

তুমি মিষ্টি করে দুষ্টু বলো

শুনতে ভালো লাগে

আমার এ মন ভরে যায়

মধুর অনুরাগে...মধুর অনুরাগে

তুমি মিষ্টি করে দুষ্টু বলো....

শিল্পী :শাকিলা জাফর

কথা : সাইফুল হোসেন মুকুল

সুর :সুবীর নন্দী

তুমি যখন আলতো করে আমায় ছুঁয়ে দাও

মনে হয় তুমি আমার দুঃখ মুছে নাও

ও.তুমি যখন আলতো করে আমায় ছুঁয়ে দাও

মনে হয় তুমি আমার দুঃখ মুছে নাও

তোমার সাথে লক্ষ বছর বাঁচার সাধ জাগে

আমার এ মন ভরে যায়

মধুর অনুরাগে..মধুর অনুরাগে

তুমি মিষ্টি করে দুষ্টু বলো

শুনতে ভালো লাগে

আমার এ মন ভরে যায়

মধুর অনুরাগে ..মধুর অনুরাগে

তুমি মিষ্টি করে দুষ্টু বলো...

শিল্পী :শাকিলা জাফর

কথা : সাইফুল হোসেন মুকুল

সুর :সুবীর নন্দী

তুমি যখন আমায় ছেড়ে একটু দূরে যাও..

মনে হয় তুমি আমার প্রাণটা সাথে নাও

ও..তুমি যখন আমায় ছেড়ে একটু দূরে যাও..

মনে হয় তুমি আমার প্রাণটা সাথে নাও

তোমায় ছাড়া পৃথিবীতে বড্ড একা লাগে

আমার এ মন ভরে যায়

মধুর অনুরাগে..মধুর অনুরাগে

তুমি মিষ্টি করে দুষ্টু বলো

শুনতে ভালো লাগে..

আমার এ মন ভরে যায়

মধুর অনুরাগে..মধুর অনুরাগে

তুমি মিষ্টি করে দুষ্টু বলো

শুনতে ভালো লাগে..

আমার এ মন ভরে যায়

মধুর অনুরাগে..মধুর অনুরাগে

তুমি মিষ্টি করে দুষ্টু বলো.......

Shakila Zafar, Tumi Misti Kore - Sözleri ve Coverları