menu-iconlogo
huatong
huatong
avatar

Ghonta Bajchey Bajuk

Sharmin-Sultana-Shumi/Chirkutt/Shawnelhuatong
Shâwnel🔖huatong
Şarkı Sözleri
Kayıtlar
“ঘন্টা বাজছে বাজুক”

শারমিন সুলতানা শুমি

ব্যান্ডঃ চিরকুট

এ্যালবামঃ জাদুর শহর

Shawnel

ID: 62155573970

ফুটবল কেড়ে নিয়েছিলি

টিফিন খেতে দিসনি

স্কুলফাংশানে কোরাস গানে

আমায় তোরা নিসনি

তোরা ছিলি পাজির পাজি

আমি ভোলা-ভালা

অনেক সহ্য করেছি

তোদের বন্ধু হবার জ্বালা

ঘন্টা বাজছে বাজুক

আমি কোথাও যাবো না

তোদের মত বন্ধু আমি আর পাবো না

ঘন্টা বাজছে বাজুক

আমি কোথাও যাবো না

তোদের মত বন্ধু আমি আর পাবো না

Shawnel

ID: 62155573970

জারুল গাছটা, রোদের মাঠটা

কলম চুরি, বৃষ্টি-ঝাপ্টা

স্কুল পালানো, মন ভোলানো

দেয়াল থেকে পা-ভাঙা লাফটা

প্রথম প্রেমে বুক দুরুদুরু

কখন যে শেষ, কখন যে শুরু

জামাল স্যারের বেত-পিটুনি

শেকড় বলতে স্কুলটাই জানি

ঘন্টা বাজছে বাজুক

আমি কোথাও যাবো না

তোদের মত বন্ধু আমি আর পাবো না

ঘন্টা বাজছে বাজুক,

আমি কোথাও যাবো না

তোদের মত বন্ধু আমি আর পাবো না

তোদের মত বন্ধু আমি আর পাবো না

তোদের মত বন্ধু আমি আর পাবো না

তোদের মত বন্ধু আমি আর পাবো না

তোদের মত বন্ধু আমি আর পাবো না

তোদের মত বন্ধু আমি আর পাবো না

তোদের মত বন্ধু আমি আর পাবো না

Sharmin-Sultana-Shumi/Chirkutt/Shawnel'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin