menu-iconlogo
huatong
huatong
avatar

Icche Puron

Shawon Gaanwala/Atiya Anishahuatong
shantelpoohbear_80huatong
Şarkı Sözleri
Kayıtlar
চলো স্বপ্ন বুনি, ভালোবেসে তারা গুনি

চলো যৌথ বাঁচি, তুমি আমি যাই আছি

ভালোবেসে থেকে যাই কাছাকাছি

এ জীবন হয়ে যাক ও জীবন, হোক তবে ইচ্ছেপূরণ

শুরু হোক অন্য রকম জীবনযাপন

এ জীবন হয়ে যাক ও জীবন, হোক তবে ইচ্ছেপূরণ

শুরু হোক অন্য রকম জীবনযাপন

চলো সুখে থাকি, সুখে রাখি

পৃথিবী আমাদের যেভাবে রাখে

ও, মান অভিমানে, আহ্বানে

সময় আমাদের যেখানে রাখে

চলো ভোর দেখি, রাত জাগি জোছনা হৃদয়ে মেখে

এই মন ছুঁয়ে যাক ওই মন, হোক তবে ইচ্ছে পূরণ

এ জীবন ছুঁয়ে যাক ও জীবন

এ জীবন হয়ে যাক ও জীবন, হোক তবে ইচ্ছেপূরণ

শুরু হোক অন্য রকম জীবনযাপন

এই কাছে থাকি, দূরে যাই

অথই আবেগের নদীতে ভেসে

ও, শুধু ডাকাডাকি, মাখামাখি

অতল অনুভূতি ছুঁয়ে এসে

চলো চোখ বুজে কথা শুনি হারিয়ে জড়িয়ে থেকে

এ জীবন হয়ে যাক ও জীবন, হোক তবে ইচ্ছেপূরণ

শুরু হোক অন্য রকম জীবনযাপন

এই মন ছুঁয়ে যাক ওই মন, হোক তবে ইচ্ছে পূরণ

এ জীবন ছুঁয়ে যাক ও জীবন

Shawon Gaanwala/Atiya Anisha'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin