menu-iconlogo
huatong
huatong
avatar

Cheyechi Tomay

Shawon Gaanwala/Sajid Sarkarhuatong
ncaver215huatong
Şarkı Sözleri
Kayıtlar
সকাল হবার সময় তুমি সঙ্গে থেকো আমার

রোদের সাথে হাত মিলিয়ে জাগিয়ে দিয়ো মায়ায়

তোমার হাসি আমার জন্যে হয় যদি উপহার

আর কিছুক্ষণ কাটিয়ে দেবো ভেজা চুলের ছায়ায়

লুকোচুরি জীবনের খেলায় আমি শুধু চেয়েছি তোমায়

দুপুরবেলার নরম রোদেও শুধু চেয়েছি তোমায়

লুকোচুরি জীবনের খেলায় আমি শুধু চেয়েছি তোমায়

দুপুরবেলার নরম রোদেও শুধু চেয়েছি তোমায়

বিকেল হলে কুসুম সূর্য তোমার দিঘল চুলে

লালচে রঙের আভায় মিশে প্রেমের গল্প বলে

সন্ধ্যে নামে আকাশজুড়ে তবু খুব আলেয়ায়

নীরব চোখের পাতা যখন সিক্ত মনের ছোঁয়ায়

লুকোচুরি জীবনের খেলায় আমি শুধু চেয়েছি তোমায়

দুপুরবেলার নরম রোদেও শুধু চেয়েছি তোমায়

লুকোচুরি জীবনের খেলায় আমি শুধু চেয়েছি তোমায়

দুপুরবেলার নরম রোদেও শুধু চেয়েছি তোমায়

তোমার আঙুল আমার চুলে হচ্ছে যে পারাপার

কাটছে বিলি নিরিবিলি, ভাবনা নেই হারাবার

ও, একটু ঝুকে আমার বুকে রাখছো তোমার হাসি

অবাক চোখের অশ্রু সুখের যাচ্ছে ছুঁয়ে আমায়

লুকোচুরি জীবনের খেলায় আমি শুধু চেয়েছি তোমায়

দুপুরবেলার নরম রোদেও শুধু চেয়েছি তোমায়

লুকোচুরি জীবনের খেলায় আমি শুধু চেয়েছি তোমায়

দুপুরবেলার নরম রোদেও শুধু চেয়েছি তোমায়

Shawon Gaanwala/Sajid Sarkar'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin