menu-iconlogo
logo

Ichchey Manush (ইচ্ছে মানুষ)

logo
avatar
Shawon Gaanwalalogo
🎭Ꮇαмυη|Ꮧм∂|🎀ᗬᎫ🎼logo
Uygulamada Söyle
Şarkı Sözleri

কি যেন হয়ে গেলো আমার অন্তরে

বাড়ছো তিলে তিলে মনের অগোচরে

এভাবে দিন যায় কত দিন আসে

মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে।

কি যেন হয়ে গেলো আমার অন্তরে

বাড়ছো তিলে তিলে মনের অগোচরে

এভাবে দিন যায় কত দিন আসে

মিশে যেতে থাকো তুমি শত অভ্যাসে।

ভীষণ খরাতেও আমি ভিজে যাই

অধিকারের বৃষ্টিতে

আমার, … বেঁচে থাকার প্রার্থনাতে

বৃদ্ধ হতে চাই তোমার সাথে

অনেক খুঁজে তোমায় নিলাম চিনে

ভালোবাসার এই দিনে…

আমার, … বেঁচে থাকার প্রার্থনাতে

বৃদ্ধ হতে চাই তোমার সাথে

অনেক খুঁজে তোমায় নিলাম চিনে

ভা..লোবাসার এই দিনে…

আমার পরাণ যাহা চায়, তুমি তাই

এ গান শুধু তোমার জন্য গাওয়া যায়

ভালোবেসে আলগোছে আঙ্গুলের ছোঁয়ায়

লিখে দিলাম আমার নিজেকে পুরোটাই

ভালো থাকার মানে আমি খুঁজে পাই

স্নেহমাখা ঐ দৃষ্টিতে

আমার বেঁচে থাকার প্রার্থনাতে

বৃদ্ধ হতে চাই তোমার সাথে

অনেক খুঁজে তোমায় নিলাম চিনে

ভালোবাসার এই দিনে…

আমার বেঁচে থাকার প্রার্থনাতে

বৃদ্ধ হতে চাই তোমার সাথে

অনেক খুঁজে তোমায় নিলাম চিনে

ভা..লোবাসার এই দিনে…

ভীষণ খরাতেও আমি ভিজে যাই

অধিকারের বৃষ্টিতে

আমার বেঁচে থাকার প্রার্থনাতে

বৃদ্ধ হতে চাই তোমার সাথে

অনেক খুঁজে তোমায় নিলাম চিনে

ভালোবাসার এই দিনে…

আমার বেঁচে থাকার প্রার্থনাতে

বৃদ্ধ হতে চাই তোমার সাথে

অনেক খুঁজে তোমায় নিলাম চিনে

ভা..লোবাসার এই দিনে…

Shawon Gaanwala, Ichchey Manush (ইচ্ছে মানুষ) - Sözleri ve Coverları