menu-iconlogo
huatong
huatong
shawon-gaanwala-kew-ekjon-cover-image

Kew Ekjon

Shawon Gaanwalahuatong
nouglet3huatong
Şarkı Sözleri
Kayıtlar
প্রশ্নের আড়ালে থেকে যায় কত প্রশ্ন

স্বপ্নের আড়ালে ঢেকে যায় কত স্বপ্ন

প্রশ্নের আড়ালে থেকে যায় কত প্রশ্ন

স্বপ্নের আড়ালে ঢেকে যায় কত স্বপ্ন

কিছু প্রশ্ন, কিছু স্বপ্ন

আজীবন ফেরি করে মন

ভাবনার ওপারে

থাকে সবারই কেউ একজন

ভাবনার ওপারে

থাকে সবারই কেউ একজন

এক জীবনের অনেক হিসেব রয়ে যায় বাকি

তবুও মানুষ দূর আকাশে খুঁজে সুখপাখি

কিছু কথা, কিছু ব্যথা

স্মৃতিতে থাকে আমরণ

ভাবনার ওপারে

থাকে সবারই কেউ একজন

ভাবনার ওপারে

থাকে সবারই কেউ একজন

এক হৃদয়ের সকল চাওয়া হয় না তো পূরণ

আলো-আঁধারের গল্পে মোড়া সারাটা ভুবন

কিছু কথা, কিছু ব্যথা

স্মৃতিতে থাকে আমরণ

ভাবনার ওপারে

থাকে সবারই কেউ একজন

ভাবনার ওপারে

থাকে সবারই কেউ একজন

ভাবনার ওপারে

থাকে সবারই কেউ একজন

ভাবনার ওপারে

থাকে সবারই কেউ একজন

Shawon Gaanwala'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin