menu-iconlogo
huatong
huatong
avatar

Tomar Moner

Shawon Gaanwalahuatong
cherishtimehuatong
Şarkı Sözleri
Kayıtlar
তোমার মনের শহর জুড়ে স্বপ্ন করুক খেলা

অবুঝ মনের আড়াল থেকে দেখবো সারাবেলা

তোমার মনের শহর জুড়ে স্বপ্ন করুক খেলা

অবুঝ মনের আড়াল থেকে দেখবো সারাবেলা

আমায় শুধু দিয়ো তুমি একটু অবহেলা

আমায় শুধু দিয়ো তুমি একটু অবহেলা

আমায় শুধু দিয়ো তুমি একটু অবহেলা

আমায় শুধু দিয়ো তুমি একটু অবহেলা

দুঃখের সাথে আছে আমার ভালো পরিচয়

নতুন করে আঘাত এলে করি না তাই ভয়

দুঃখের সাথে আছে আমার ভালো পরিচয়

নতুন করে আঘাত এলে করি না তাই ভয়

বুকের ভেতরে সাজানো আছে

বিরহেরই মেলা

আমায় শুধু দিয়ো তুমি একটু অবহেলা

আমায় শুধু দিয়ো তুমি একটু অবহেলা

চাই না আমি তোমার কাছে কোনো প্রতিদান

একবার শুধু শোনাতে চাই ভালোবাসার গান

চাই না আমি তোমার কাছে কোনো প্রতিদান

একবার শুধু শোনাতে চাই ভালোবাসার গান

তোমায় নিয়ে হবে না যে শেষ

অনুভবেরই খেলা

আমায় শুধু দিয়ো তুমি একটু অবহেলা

আমায় শুধু দিয়ো তুমি একটু অবহেলা

Shawon Gaanwala'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin