menu-iconlogo
huatong
huatong
shawon-tumi-theke-jao-metro-life-cover-image

Tumi theke jao metro life

Shawonhuatong
ShawonH_star72418418huatong
Şarkı Sözleri
Kayıtlar
তুমি রয়ে যাও

ক্ষয়ে ভেঙে পড়ে রেলিঙের তার,

দেখে যাও

কেমন সে অভিমানের পাহাড়,

পুষে যায়

মরে যায় তবু তার ফিরে ফিরে আসা।

তুমি রয়ে যাও

হারমোনিয়ামে হলদেটে রিডে,

রেখে যাও, আঙুলের ছোঁয়া সায়ানাইডে

করে যাও,

করে যাও খুন আধখাওয়া ভালোবাসা।

তুমি গেয়ে যাও

মায়ার বাঁধন-শেকল ভাঙার গান,

তবু রেখে যাও

বাতাসে তোমার বিষাদমাখা ঘ্রাণ।

তুমি নিয়ে যাও

দু’হাত ভর্তি সোডিয়ামের আলো,

তুমি থেকে যাও

বেসে যাও শুধু এই আমাকেই ভালো। (২)

Shawon'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin