menu-iconlogo
huatong
huatong
avatar

বন্ধু বন্ধু বন্ধুরে

শিল্পী : স্মাক আজাদhuatong
michnowskihuatong
Şarkı Sözleri
Kayıtlar
বন্ধু বন্ধু বন্ধুরে

শিল্পী : স্মাক আজাদ

একটু অপেক্ষা করুন

বন্ধু, বন্ধু, বন্ধুরে,

তোরা কেমন আছিস রে

তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগেরে

ও বন্ধু, বন্ধু, বন্ধুরে,

তোরা কেমন আছিস রে

তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগেরে

সুখ দুঃখ ঘিরে,

তোরা থাকিস যতই দূরে,

এই গানটা যেন সবাইকে আবারো এক করে

বন্ধু, বন্ধু, বন্ধুরে,

তোরা কেমন আছিস রে

তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগেরে

একটু অপেক্ষা করুন

একটু অপেক্ষা করুন

এই সুন্দর পৃথিবীতে,

সবার সঙ্গ পেয়েছিলাম,

জীবনের তাগিদে,

সবাই ছিন্ন হয়ে গেলাম।

এই সুন্দর পৃথিবীতে,

সবার সঙ্গ পেয়েছিলাম,

জীবনের তাগিদে,

সবাই ছিন্ন হয়ে গেলাম।

সুখ দুঃখ ঘিরে,

তোরা থাকিস যতই দূরে,

এই গানটা যেন সবাইকে আবারো এক করে

ও বন্ধু, বন্ধু, বন্ধুরে,

তোরা কেমন আছিস রে

তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগেরে

একটু অপেক্ষা করুন

একটু অপেক্ষা করুন

জানি ফিরে তো পাবোনা,

সেই সুখের দিনগুলি...

তবুও হৃদয়ে তে জমা,

তোদের ভালোবাসার বলি।

জানি ফিরে তো পাবোনা,

সেই সুখের দিনগুলি...

তবুও হৃদয়ে তে জমা.

তোদের ভালোবাসার বলি।

সুখ দুঃখ ঘিরে,

তোরা থাকিস যতই দূরে,

এই গানটা যেন সবাইকে আবারো এক করে

বন্ধু, বন্ধু, বন্ধুরে,

তোরা কেমন আছিস রে,

তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগেরে

Beğenebilirsin