menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি আর আমি এই পৃথিবীতে || Tumi Ar Ami Ei Prithebete

শিল্পীঃ এন্ড্র কিশোর ও সাবিনা ইয়াসমিনhuatong
Monjur_BFS_2019huatong
Şarkı Sözleri
Kayıtlar
তুমি আর আমি এই পৃথিবীতে

শিল্পীঃ এন্ডুকিশোর ও সাবিনা ইয়াসমিন

ছবিঃ মৃত্যুর সাথে পাঞ্জা

অভিনয়ঃ সোহেল রানা ও শাবানা

সঙ্গীতঃ আলম খান

তুমি আর আমি এই পৃথিবীতে

এসেছি যুগে যুগে ভালোবাসিতে

তুমি আর আমি এই পৃথিবীতে

এসেছি যুগে যুগে ভালোবাসিতে

এই পৃথিবীতে

ভালোবাসিতে...

তুমি আর আমি এই পৃথিবীতে

এসেছি যুগে যুগে ভালোবাসিতে

তুমি আর আমি এই পৃথিবীতে

এসেছি যুগে যুগে ভালোবাসিতে

এই পৃথিবীতে

ভালোবাসিতে...

দৃষ্টি প্রদীপ জ্বেলেছি মনে

পেয়েছি সুখেরই ঠিকানা

চাইনা তো আর কিছু চাইনা

মিষ্টি প্রেমের পরশে তুমি

ভরালে মনেরি আঙ্গিনা

তুমি ছাড়া আর কিছু বুঝিনা

ও হো হো হো

আ হা হা হা হা

তুমি আর আমি এই পৃথিবীতে

এসেছি যুগে যুগে ভালোবাসিতে

তুমি আর আমি এই পৃথিবীতে

এসেছি যুগে যুগে ভালোবাসিতে

স্বর্গ যেন এসেছে নেমে

নিরবে আমারি ভুবনে

যখন দেখা দিলে জীবনে

বন্ধু তোমায় পেয়েছি আমি

রেখেছি তোমাকে যতনে

তুমি আছো মনেরই গহীনে

ও হো হো হো

আ হা হা হা হা

তুমি আর আমি এই পৃথিবীতে

এসেছি যুগে যুগে ভালোবাসিতে

এই পৃথিবীতে

ভালোবাসিতে

তুমি আর আমি এই পৃথিবীতে

এসেছি যুগে যুগে ভালোবাসিতে

এই পৃথিবীতে

ভালোবাসিতে

এই পৃথিবীতে...

ভালোবাসিতে

এই পৃথিবীতে...

ভালোবাসিতে

Beğenebilirsin