menu-iconlogo
huatong
huatong
avatar

তোমাকে ভালবেসে

Shuvro Devhuatong
s_andrzejewskihuatong
Şarkı Sözleri
Kayıtlar
ভালোবাসা ছাড়া জানি

শিল্পি মনির কনক

একটু অপেক্ষা করুন

ভালোবাসা ছাড়া জানি

বাচেনা হৃদয়

তুমি যদি ভালোবাসো

বেচে থাকা হয়

এই বুকের মধ্য খানে

তুমি রয়েছো সেখানে

হৃদয় শুধু তোমার জন্য

অন্য কারো নয়

ভালোবাসা ছাড়া জানি

বাচেনা হৃদয়

তুমি যদি ভালোবাসো

বেচে থাকা হয়

এই বুকের মধ্য খানে

তুমি রয়েছো সেখানে

হৃদয় শুধু তোমার জন্য

অন্য কারো নয়

মিউঝিক ফলো করুন

কান্না হবো দুই নয়নে

হাসি হব মুখে

আমায় তুমি পাবে তোমার

সকল দুঃখ সুখে

একটু অপেক্ষা করুন

ও নিশ্বাশেরই মতো আছো

মিশে তুমি প্রানে

তোমার পরে নেইতো কিছু

জানে হৃদয় জানে

তোমার জন্য করি নাতো

কোন কিছু ভয়

ভালোবাসা ছাড়া জানি

বাচেনা হৃদয়

তুমি যদি ভালোবাসো

বেচে থাকা হয়

মিউঝিক ফলো করুন

জন্ম আমার আবার হলে

তোমার খুজে নিব

হৃদয় দিতে হলে আমি

তোমার শুধু দিব

একটু অপেক্ষা করুন

ও দেখবো তোমায় পাথর চোখে

মরন আমার হলে

বিদায় দিয়ো আমায় তুমি

নিয়ে তোমার কোলে

তোমার শপ্ন দেখে দেখে

ফুরাবে সময়

ভালোবাসা ছাড়া জানি

বাচেনা হৃদয়

তুমি যদি ভালোবাসো

বেচে থাকা হয়

এই বুকের মধ্য খানে

তুমি রয়েছো সেখানে

হৃদয় শুধু তোমার জন্য

অন্য কারো নয়

Shuvro Dev'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin