menu-iconlogo
huatong
huatong
avatar

Jibon khatar proti জীবন খাতার প্রতি পাতায়

Shyamal Mitrahuatong
moorericmooorehuatong
Şarkı Sözleri
Kayıtlar
জীবন খাতার প্রতি পাতায়

যতই লেখ হিসাব নিকাশ

কিছুই রবে না।

লুকোচুরির এই যে খেলায়

প্রাণের যত দেয়া নেয়া

পূর্ণ হবে না...

জীবন খাতার প্রতি পাতায়

যতই লেখ হিসাব নিকাশ

কিছুই রবে না।

কণ্ঠভরা এ গান শুনে

ছুটে তুমি এলে দ্বারে

চোখে দেখেও এতো করেও

চিননিতো কভু তারে

কণ্ঠভরা এ গান শুনে

ছুটে তুমি এলে দ্বারে

চোখে দেখেও এতো করেও

চিননিতো কভু তারে

অবহেলা সয়েও তবু

আমায় তুমি নাওগো ডেকে

সেতো কবে না...

জীবন খাতার প্রতি পাতায়

যতই লেখ হিসাব নিকাশ

কিছুই রবে না।

যে আঁখি হয় না খুশি

আকাশ ভরা তারা দেখে

সেই হাসে কাঁচের ঝাড়ে

মোমের বাতি জ্বেলে রেখে

যে আঁখি হয় না খুশি

আকাশ ভরা তারা দেখে

সেই হাসে কাঁচের ঝাড়ে

মোমের বাতি জ্বেলে রেখে

জানি আমি আমারে নয়

এগান আমার ভালবাসো

নিজের ভুলে পথের ধুলায়

পরশ মাণিক ফেলে আসো

জানি আমি আমারে নয়

এগান আমার ভালবাসো

নিজের ভুলে পথের ধুলায়

পরশ মাণিক ফেলে আসো

তোমার প্রাণের ঐ ঠিকানায়

দেখেও আমায় তবু কিগো

ডেকে লবে না...

জীবন খাতার প্রতি পাতায়

যতই লেখ হিসাব নিকাশ

কিছুই রবে না।

লুকোচুরির এই যে খেলায়

প্রাণের যত দেয়া নেয়া

পূর্ণ হবে না...

জীবন খাতার প্রতি পাতায়

যতই লেখ হিসাব নিকাশ

কিছুই রবে না।

o সমাপ্ত o o o o o o

Shyamal Mitra'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin