menu-iconlogo
huatong
huatong
avatar

📝🅷🆀 রইদের মধ্যে হাল বাও তুমি √ Roider Moddhe Halbao Tumi

Singer: Andrew Kishore/Kanak Chapa √ Monjur_BFS_2019huatong
punkin54204huatong
Şarkı Sözleri
Kayıtlar
? রইদের মধ্যে হাল বাও তুমি

রইদে পোড়ে তোমার গাও

আমার কাছে আইসা একটু

ঠান্ডা পানি খাইয়া যাও

? প্রেম করিলে পাই যে কষ্ট

প্রেমের কষ্টে আছে সুখ

তোমার জন্য আমি এখন

কোন কষ্টই পাইনা দুখ

? ভাবি বলে ছোড ছোড

ভাইজান এ দেয়না বিয়া

আর কতকাল সোনার যৌবন

রাখব বলো বান্ধিয়া

?????? ????......

? ওই যে দেখো পাখিরা সব

জোড়ায় জোড়ায় আদার খায়

আধার খাইয়া সন্ধ্যার আগে

একসাথে এক বাসায় যায়

? আমায় যদি ভালোবাসো

জীবন যৈবন করব দান

এক বালিশে মাথা রাইখা

শুনব বাংলা ছবির গান

? এই গ্রামে আইসি আমরা

এই গ্রামেই বাধবো ঘর

সুখে-দুখে আমরা দুইজন

বাস করিব জনম ভর

? এই যে দেখো ডালিম গাছে

ফুইটা আছে দুইটা ফুল

দেখতে পারো নয়ন ভরে

ধরতে চাইলে করবা ভুল

? ফুল ফুটলেই আসবে ভ্রমর

নিতে চাইবো মধুর স্বাদ

ভালবাইসা আসলে কাছে

ভ্রমরের কি অপরাধ

? আমার আছে বিষু ভাই যে

তোমার আছে সেলিম ভাই

দুই ভাই মিলা মিশা গেলে

আর তো কোনো চিন্তা নাই

? দিনের পরে রাত্রি আসে

রাইতের পরে আসে দিন

তোমার আমার ভালোবাসা

থাকবে আমার চিরদিন

? রইদের মধ্যে হাল বাও তুমি

রইদে পোড়ে তোমার গাও

আমার কাছে আইসা একটু

ঠান্ডা পানি খাইয়া যাও

ঠান্ডা পানি খাইয়া যাও

ঠান্ডা পানি খাইয়া যাও

Singer: Andrew Kishore/Kanak Chapa √ Monjur_BFS_2019'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin