menu-iconlogo
huatong
huatong
avatar

আনন্দময়ী উমা /Anandamayee Uma,প্রচলিত আগমনী গান, সবুজ মনের উমা বরন...

SMA's Music Library...huatong
Parthasarathi_SMA🎼🌱huatong
Şarkı Sözleri
Kayıtlar
হরি ওম....

সবুজ মনের উমা বরন....

আনন্দময়ী উমা,

ও মা আয় না রে তোর মায়ের কাছে,

আনন্দময়ী উমা,..

ও মা আয় না রে তোর মায়ের কাছে

আনন্দময়ী উমা,....

ত্বরা করে যাও গিরিরাজ,

ত্বরা করে যাও গিরিরাজ,

সে আসবে বলে সেজে আছে,

আনন্দময়ী উমা,

ও মা আয় না রে তোর মায়ের কাছে

আনন্দময়ী উমা,.....

প্রচলিত আগমনী গান...

বৎসরান্তে আশ্বিনেতে,

আসে আমার ভবনেতে,

বৎসরান্তে আশ্বিনেতে,..

আসে... আমার ভবনেতে,

মা আসেনি বলে তাই,

মা আসেনি.. বলে তাই,

ফুল ফোটেনি গাছে গাছে,

আনন্দময়ী উমা,

ও মা আয় না রে তোর মায়ের কাছে

আনন্দময়ী উমা,.....

কারাওকে মিউজিক ট্র‍্যাক সবুজ মনের মিউজিক লাইব্রেরী....

আনতে বিলম্ব দেখে,

আমার অভিমানী মেয়ে

কুন্দমালা পড়ে গলে ,

মা যে আমার আছে চেয়ে..

আনতে বিলম্ব দেখে,

আমার অভিমানী মেয়ে

কুন্দমালা পড়ে গলে ,

মা যে আমার আছে চেয়ে..

বুঝিয়ে দুটো বোলো তারে,

নয়নে তার বারি ঝরে

বুঝিয়ে দুটো বোলো.. তারে,

নয়নে তার বারি ঝরে

নীলকন্ঠ বলে বল মা কে গো

এমন মেয়ে ছেড়ে বাঁচে,

আনন্দময়ী উমা,...

ত্বরা করি যাও গিরিরাজ,

ত্বরা করি যাও গিরিরাজ,

সে আসবে বলে সেজে আছে,

আনন্দময়ী উমা,

ও মা আয় না রে তোর মায়ের কাছে

আনন্দময়ী উমা,.....

সবুজ মনের আড্ডা...

SMA's Music Library...'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin