menu-iconlogo
huatong
huatong
avatar

Abhoypode pran sopechi/অভয় পদে প্রাণ সঁপেছি৷রাঘব,রামপ্রসাদ,সবুজ মনের শ্যামা বরন....

SMA's Music Library...huatong
Toton_SMA🎼🌱huatong
Şarkı Sözleri
Kayıtlar
সবুজ মনের শ্যামা বরন....

অভয় পদে প্রাণ সঁপেছি৷

আমি অভয় পদে প্রাণ সঁপেছি৷

আর কি যমের ভয় রেখেছি৷৷

আর কি যমের ভয় রেখেছি৷৷

অভয় পদে প্রাণ সঁপেছি৷

আমি অভয় পদে প্রাণ সঁপেছি৷

কথা ও সুর : রামপ্রসাদ সেন

কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি৷

কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি৷

আমি দেহ বেচে ভবের হাটে

দুর্গানাম কিনে এনেছি৷৷

আমি দেহ বেচে ভবের হাটে

দুর্গানাম কিনে এনেছি৷৷

অভয় পদে প্রাণ সঁপেছি৷

আমি অভয় পদে প্রাণ সঁপেছি৷

ট্র‍্যাক শিল্পী : রাঘব চট্টোপাধ্যায়

দেহের মধ্যে সুজন যে জন,

তার ঘরেতে ঘর করেছি,

দেহের মধ্যে সুজন যে জন,

তার ঘরেতে ঘর করেছি,

এবার শমন এলে হৃদয় খুলে,

দেখাব ভেবে রেখেছি

এবার শমন এলে হৃদয় খুলে,

দেখাব ভেবে রেখেছি

অভয় পদে প্রাণ সঁপেছি৷

আমি অভয় পদে প্রাণ সঁপেছি৷

কারাওকে ট্র‍্যাক ক্রিয়েশন এন্ড আপলোড :

সবুজ মনের মিউজিক লাইব্রেরী....

সরাৎসার তারার নাম,

আপন শিখাতে বেঁধেছি,

সরাৎসার তারার নাম,

আপন শিখাতে বেঁধেছি,

রামপ্রসাদ বলে দূর্গা বলে,

যাত্রা করে বসে আছি

রামপ্রসাদ বলে দূর্গা বলে,

যাত্রা করে বসে আছি

অভয় পদে প্রাণ সঁপেছি৷

আমি অভয় পদে প্রাণ সঁপেছি৷

আর কি যমের ভয় রেখেছি৷৷

আর কি যমের ভয় রেখেছি৷৷

অভয় পদে প্রাণ সঁপেছি,

আমি অভয় পদে প্রাণ সঁপেছি।

SMA's Music Library...'dan Daha Fazlası

Tümünü Görlogo

Beğenebilirsin